ব্রয়লার মুরগির খাদ্য তালিকা

আমাদের দেশে আমিষের ঘাটতি পুরনে ব্রয়লার পালন গুরত্বপূর্ন ভূমিকা রাখে। স্বল্পসময়ে লাভজনক খামার পরিচালনার জন্য ব্রয়লার মুরগি পালন প্রচলিত ও খুবই জনপ্রিয়। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমাদের দেশে ব্রয়লার মুরগির খাদ্য ও বাচ্চা উৎপাদনসহ অনেক বড় একটা শিল্প গঠিত হয়েছে। ব্রয়লার মুরগির খাদ্য তালিকা প্রনয়নে খাদ্য উপাদান সমূহের মান ও দাম বিবেচনায় রাখতে হয়।

ব্রয়লার মুরগি খুব দ্রুত বাড়ে। এর অন্যতম কারন হচ্ছে এর অনন্য জেনেটিক বৈশিষ্ট। এর খাদ্য গ্রহন ও রুপান্তর দক্ষতা অন্য যেকোন জাতের মুরগির তুলনায় বেশী। যার ফলে ব্রয়লার খুব দ্রুত বাড়ে। নিরাপদ ও সু-স্বাদু মাংস উৎপাদনের জন্য বিশ্বব্যাপী ব্রয়লার মুরগি পালন করা হয়।

লাভজনকভাবে ব্রয়লার মুরগী পালনের অন্যতম উপায় এর খাদ্য খরচ কমিয়ে আনা। এক্ষেত্রে ব্রয়লারের খাদ্য উৎপাদন করা একটি চ্যালেঞ্জিং বিষয়। সঠিক ফিড ফরমুলেশন লাভজনক খামারের অন্যতম প্রধানশর্ত।

তবে চাইলে ব্রয়লার মুরগির খাদ্য উৎপাদন খামারী নিজেই করতে পারে। নিচে ব্রয়লার মুরগির খাদ্য তৈরির একটি সাধারন তালিকা দেয়া হল। মনে রাখা প্রয়োজন, ব্রয়লারের জাত বিবেচনায় খাদ্য পুষ্টিমান চাহিদা ভিন্ন হতে পারে।

খাদ্য উপাদানস্টার্টারগ্রোয়ারফিনিশার
ভূট্টা৪৮ কেজি৫০ কেজি৫৩ কেজি
সয়াবিন মিল৩০ কেজি২৬ কেজি২৪ কেজি
রাইচ পালিশ১০ কেজি১২ কেজি১০ কেজি
প্রোটিন ৬০%৮ কেজি৭ কেজি৮ কেজি
লাইমস্টোন / ঝিনুক চূর্ণ২ কেজি২ কেজি২ কেজি
লবণ৩০০ গ্রাম২৮০ গ্রাম২৮০ গ্রাম
ডিসিপি৩০০ গ্রাম৩০০ গ্রাম৩০০ গ্রাম
*সালমোনেলা কিলার২৫০ গ্রাম২৫০ গ্রাম২৫০ গ্রাম
*প্রিমিক্স৩০০ গ্রাম৩০০ গ্রাম৩০০ গ্রাম
ডিএল- মিথিওনিন১৫০ গ্রাম১৩৫ গ্রাম১৩০ গ্রাম
এল-লাইসিন৮০ গ্রাম৫০ গ্রাম৫০ গ্রাম
কোলিন ক্লোরাইড৭০ গ্রাম৭০ গ্রাম৬০ গ্রাম
*টক্সিন বাইন্ডার১২৫ গ্রাম১৩৫ গ্রাম১৫০ গ্রাম
*সয়াবিন তেল৫০০ গ্রাম২৫০ গ্রাম
মোটঃ১০০ কেজি১০০ কেজি১০০ কেজি
টেবিলঃ ব্রয়লার মুরগির খাদ্য তালিকা

বিশেষ নোটঃ ব্রয়লারের টার্গেট বডিওয়েট বা কাংক্ষিত ওজন নিয়ে আসতে এই খাদ্য তালিকা হতে পরিবর্তন, পরিমার্জন করা যেতে পারে। আবহাওয়ার পরিবর্তনে তালিকা পরিবর্তন যোগ্য।

ফিড এডিটিভস সমূহঃ

উপাদানস্টার্টারগ্রোয়ারফিনিশার
এনজাইম৬০৫০ গ্রাম৭০ গ্রাম
প্রোবায়োটিক৬০ গ্রাম৫০ গ্রাম৪৫ গ্রাম
ককসিডিওস্ট্যাট৩০ গ্রাম৩৫ গ্রাম
গ্রোথ প্রোমটর১০০১৫০
ফিড এডিটিভস

উল্লেখ্য যে, খাদ্য তালিকায় উল্লেখিত ফিড এডিটিভস সমূহে প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে। আবহাওয়ার পরিবর্তনে তালিকা পরিবর্তন যোগ্য।

বয়স অনুসারে ব্রয়লার মুরগির খাদ্য তালিকার মান

ব্রয়লার মুরগির খাবার তিন ধরনের হয়ে থাকে। সাধারণত এক থেকে দশ দিন পর্যন্ত স্টার্টার, এগারো থেকে চব্বিশ দিন পর্যন্ত গ্রোয়ার এবং পঁচিশ থেকে বিক্রির আগ পর্যন্ত ফিনিশার খাদ্য দেয়া হয়। যথাযথ পুষ্টিমান জেনে আপনি সহজেই ব্রয়লার মুরগির খাদ্য তৈরী করতে পারেন।

খাবারের নামবয়স (দিন)এনার্জি মান (KCal)প্রোটিন মান(%)
স্টার্টার১-১০৩১০০-৩২৫০২২-২৩
গ্রোয়ার১১-২৪৩০০০-৩১০০২০-২১
ফিনিশার২৫- ৩৫২৯৫০-৩২০০২১-২২
টেবিলঃ বয়স অনুসারে ব্রয়লারের খাদ্য মান

নোটঃ শীতকালে এনার্জি মান বাড়ানো এবং গরমে এনার্জি মান কমানো যেতে পারে।

কোলিন ক্লোরাইড কোথায় পাওয়া যায়?

পোল্ট্রির খাদ্য তৈরীতে কলিন এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভিটামিন বি কমপ্লেক্স এর অর্ন্তগত ভিটামিন বি-৪ হিসেবে পরিচিত। কার্যকরী দিক থেকে কলিন অনেকটা এমাইনো এসিড এবং অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিডের অনুরুপ। কলিন মুরগীর দেহের বিভিন্ন স্নায়ুতন্ত্র গঠনশৈলী, হ্যাচাবিলিটি, ডিম উৎপাদন বৃদ্ধি এবং কিডনীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কলিন ক্লোরাইড আপনি আপনার নিকটস্থ পোল্ট্রি খাবার ও মেডিসিনের দোকান হতে সংগ্রহ করতে পারবেন।

এধরনের তথ্যনির্ভর লেখা নিয়মিত পেতে আমাদের উৎসাহিত করুন। যেকোন একটি বিজ্ঞাপনে ক্লিক করুন এবং আপনার মতামত আমাদেরকে জানান।

আরো জানতে পড়ুন..

ব্রয়লার মুরগির জাত

ব্রয়লার মুরগির ভ্যাকসিন সিডিউল

সোনালি মুরগির খাবার তৈরি

লেয়ার মুরগির খাদ্য তালিকা

কোয়েল পাখির খাবার তৈরি

Comments

17 responses to “ব্রয়লার মুরগির খাদ্য তালিকা”

  1.  Avatar
    Anonymous

    স্যার , আমি নিজে খাদ্য তৈরি করে আমার ফার্মের মুরগীকে খাওয়াতে চাই ।
    তাই, আপনার কাছে একটা অনুরোধ করছি যে,
    কিভাবে সঠিক মানসম্মত বয়লার খাদ্য যায় ।
    এই সম্পর্কে মতামত দেন।

    1. Poultry Gaints Avatar

      আপনার উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ। এক্ষেত্রে আপনার খাদ্য খরচ অনেক কমে আসবে। আমরা শীগ্রই ব্রয়লার খাদ্য ফরমুলেশন সম্পর্কে একটি লেখা পোস্ট করবো। সাথেই থাকুন।

      1. Anam Avatar
        Anam

        আপনারা কি ফিড ফরমুলা দিয়েছেন

        1. Poultry Gaints Avatar

          আমাদের পোস্টটি আপডেট করা হয়েছে। এই পোস্টেই ব্রয়লার মুরগির ফিড ফরমুলেশন শতাংশে দেয়া আছে। বুঝতে অসুবিধা হলে কমেন্ট জানাতে পারে।

  2.  Avatar
    Anonymous

    ভাই‌ ফিড এডিটিভস কী কিনতে পাওয়া যায়? পাওয়া গেলে কী নামে পাওয়া যায়?

    1. Poultry Gaints Avatar

      জ্বি, ফিড এডিটিভস সমূহ কিনতে পাওয়া যায়। একেক কোম্পানি একেক নামে বিক্রয় করে থাকে।

  3. জিয়াউল হক Avatar
    জিয়াউল হক

    বয়লার মুরগির খাদ্য তৈরির তালিকা

  4. Md.shohag Avatar
    Md.shohag

    বাজারে ২৫ কেজির ব্যাগে ব্রয়লার হাউজ ফিড পাওয়া যায়। এই ফিড মুরগিকে কখন থেকে খাওয়াতে হয়? এতে লাভ ক্ষতি যদি একটু বলতেন। উপকৃত হইতাম

    1. Poultry Gaints Avatar

      বাজারে ২৫ কেজির সাধারনত মার্কেট ফিড থাকে। এই খাদ্যের দাম ও মান দুটিই কম। সাধারনত যারা দোকানে বা আড়তে বসে মুরগি বিক্রয় করে। তারা এই ফিড ব্যাবহার করে। খামারীদের জন্য এই ফিড উপযোগী নয়।
      ধন্যবাদ।

  5. নাজমুল হক Avatar
    নাজমুল হক

    হ্যলো ভাই, প্রোটিন ৬০% কি?
    জানালে উপকৃত হতাম।।।।
    ধন্যবাদ,,,,,

    1. Poultry Gaints Avatar

      বাজারে বিভিন্ন কোম্পানির প্রোটিন মিল কিনতে পাওয়া যায়। এখানে মিলের প্রোটিন এর নুন্যতম মান ৬০% ধরে হিসেব করা হয়েছে।

      1.  Avatar
        Anonymous

        ভাই আমি নিজে ব্রয়লার মুরগির ফিড তৈরি করতে চাই।।।কিন্তু উপাদান গুলা ঢাকায় কেথায় পাওয়া যায় আমি জামি না।।।।একটু বলে দিলে উপকার হইতো❤️

      2. ইকরামুল Avatar
        ইকরামুল

        প্রটিন মিল কথায় কিনতে পাওয়া জায় ভেট এর দকানে পাব কি?

  6. Humayun Ahmad Avatar

    আমি একটা ব্যাপারে সন্দিহান ব্যাপারটা হল এই যে, কেউ যদি নিজের ফার্মের জন্য Feed Formulation Apps দেখে খাবার তৈরী করে খাওয়ায় তাহলে কি মুরগির সঠিক গ্রোথ আসবে কি। নাকি খাবারের সিজনাল কোন নিতীমালা আছে। ০১৭২৮৯০৪১৩৮

  7. তাহান Avatar
    তাহান

    বাজারের ফিডে ৩০-৩৫ দিনে ১৮০০৷ গ্রাম ওজন চলে আসে,এই ফর্মুলায় কী তা আসবে? কারণ, অনেকেই বলে কোম্পানি ফিডে এমন কিছু উপাদান, যেমন ট্যানারি বর্জ্য দেয়া থাকে,যার কারণে ৩০-৩৫ দিনে ওজন চলে আসে,এই ফর্মুলায় কতদিন লাগবে।

  8. ইমতিয়াজ Avatar
    ইমতিয়াজ

    50 কেজির খাবার তৈরী করতে কত খরচ হতে পারে যদি দয়া করে বলে দিতেন।

  9.  Avatar
    Anonymous

    এই ফর্মুলাই ফিড তৈরি করে খাওয়ালে বস্তা পতি কেমন ওজন আসবে?

Leave a Reply to Md.shohag Cancel reply

Your email address will not be published. Required fields are marked *