ব্রয়লার মুরগির ভ্যাকসিন সিডিউল

ব্রয়লার একটি উন্নতমানের হাইব্রিড জাতের মুরগি। এর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য মুরগির তুলনায় কম থাকে। তাই সঠিক সময়ে সঠিক ব্যাবস্থাপনা লাভজনক ব্রয়লার পালনের মূলশর্ত। যেহেতু ব্রয়লার সল্পকালিন মুরগি তাই মাত্র দুই প্রকারের (রানীক্ষেত ও গামবোরো) ভ্যাকসিন প্রদান করলেই নিশ্চিন্ত থাকা যায়। তাই একটি একটি আদর্শ ব্রয়লার মুরগির ভ্যাকসিন সিডিউল মেনে চলা উচিত।

ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা

নিচে একটি আদর্শ ব্রয়লার মুরগির ভ্যাকসিন সিডিউল দেয়া হলো।

বয়স (দিন)রোগের নামভ্যাকসিনের নামভ্যাকসিনের প্রকৃতিপ্রয়োগ পদ্ধতি
১-৩রানীক্ষেত ও ব্রংকাইটিসআইবি+এনডিলাইভএক চোখে এক ফোঁটা
৭-১০গামবোরোআই বি ডিলাইভমুখে এক ফোঁটা/খাবার পানিতে
১৪-১৭গামবোরোআই বি ডিলাইভমুখে এক ফোঁটা/খাবার পানিতে
১৮-২০রানীক্ষেতএনডিলাইভএক চোখে এক ফোঁটা/খাবার পানিতে
ব্রয়লার মুরগির টীকা

নিচের ভ্যাকসিন সিডিউলটিও অনুসরন করা যেতে পারে।

বয়স (দিন)রোগের নামভ্যাকসিনের নামভ্যাকসিনের প্রকৃতিপ্রয়োগ পদ্ধতি
রানীক্ষেত ও গামবোরোজি +এনডিকিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
রানীক্ষেত ও ব্রংকাইটিসআইবি+এনডিলাইভচোখে এক ফোঁটা
৮-১০রানীক্ষেতআই বি ডিলাইভচোখে এক ফোঁটা
ব্রয়লার মুরগির টীকা

বিশেষ নোটঃ

  • ভ্যাকসিনের আগে পরে এন্টিবায়োটিক ব্যাবহার না করাই উত্তম। তবে ভ্যাকসিনের পরে ভিটামিন সি দেয়া ভালো।
  • অবশ্যই স্থান ভেদে ভ্যাকসিন সিডিউল পরিবর্তন করা যেতে পারে।

আরো পড়তে পারেনঃ

ব্রয়লার মুরগির জাত

দেশি মুরগির ভ্যাকসিন সিডিউল

সোনালি মুরগির ভ্যাকসিন সিডিউল

হাঁসের ভ্যাকসিন সিডিউল

Leave a Comment