লেয়ার মুরগির ভ্যাকসিন সিডিউল

লেয়ার মুরগির ভ্যাকসিন

বানিজ্যিক লেয়ার মুরগির ভ্যাকসিন সিডিউল অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। খামারকে ভাইরাস জনিত রোগ থেকে মুক্ত রাখতে হলে যথাযথভাবে টিকা প্রাদান করার বিকল্প নেই। মুরগির টিকাপ্রাদন তালিকা প্রনয়নে, অনেকগুলি বিষয় বিবেচনা করা প্রয়োজন। যেমন, লেয়ারের জাত, প্রাপ্ত ইমিউনিটি, এলাকা, আবহাওয়া, মুরগির স্বাস্থ ইত্যাদি।

যদিও বিভিন্ন ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি বিভিন্ন টিকাদান কর্মসূচি প্রস্তাবন করে থাকে। তবে আমাদের দেশে সর্বাধিক প্রচলিত লেয়ার মুরগির টিকাদান কর্মসূচি নিচে উল্লেখ করা হলো।

বাণিজ্যিক লেয়ার মুরগির প্রস্তাবিত টিকাদান কর্মসূচি

বয়স রোগের নামভ্যাকসিনের নামপ্রকৃতিপ্রয়োগ পদ্ধতি
১-৩ দিনম্যারেক্স
রাণীক্ষেত+ ব্রংকাইটিস
ম্যারেক্স,
আইবি+ এনডি
লাইভঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
চোখে ফোঁটা
৭-৯ দিনগামবোরো আই বি ডিলাইভফুখে ফোঁটা
১০-১২ দিনরাণীক্ষেত+ গামবোরোজি + এনডিকিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
১৬-১৭ দিনরাণীক্ষেতল্যাসোটালাইভচোখে ড্রপ
১৮-২০ দিনগামবোরোআই বি ডিলাইভখাবার পানিতে
২৪-২৮ দিনএভিয়ান ইনফ্লুয়েঞ্জা
(বার্ড ফ্লু)
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1)কিল্ডচামড়ার নিচে ইনজেকশন
৩০-৩৫ দিন ফাউল পক্সফাউল পক্সডি এন এ লাইভডানায়সূচ ফুটানো
৪০-৪৫ দিন মাইকোপ্লাজমামাইকোপ্লাজমাকিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
৬-৭ সপ্তাহরাণীক্ষেতএনডিকিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
৮ সপ্তাহফাউল কলেরাফাউল কলেরাকিল্ডনির্দেশনা মোতাবেক
৯ সপ্তাহ ইনফেকশাস করাইজা, সালমোনেলাকরাইজা + সালমোনেলাকিল্ড
লাইভ
নির্দেশনা মোতাবেক
১০ সপ্তাহব্রংকাইটিস (ভ্যারিয়ান্ট)আইবি ভ্যারিয়ান্টলাইভখাবার পানিতে
১২ সপ্তাহফাউল কলেরাফাউল কলেরাকিল্ডনির্দেশনা মোতাবেক
১৫-১৬ সপ্তাহএভিয়ান ইনফ্লুয়েঞ্জা
(বার্ড ফ্লু)
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1)কিল্ডচামড়ার নিচে ইনজেকশন
১৬ সপ্তাহকরাইজা, সালমোনেলা, রাণীক্ষেত, ব্রংকাইটিস
ও এগ ড্রপ সিন্ড্রোম
জি + এনডি +আইবি + ইডিএসকিল্ডনির্দেশনা মোতাবেক

বিশেষ নোটঃ

প্রতি ৬ মাস অন্তর রানীক্ষেত কিল্ড ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন টাইটার কমে গেলে লাইভ ভ্যাকসিন করা যেতে পারে। সালমোনেলা রোগের ভ্যাকসিন প্রয়োগ করার পূর্বে মুরগি সালমোনেলা মুক্ত কিনা পরীক্ষা করে নিলে ভ্যাকসিন কার্যকর হয়ে থাকে।

উল্লেখ্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ভ্যাকসিন বাজারজাত করে থাকে। এক্ষেত্রে রোগের নাম অনুযায়ী ভ্যাকসিন নির্বাচন করতে হবে।

এলাকা আবাহাওয়া, মুরগির স্বাস্থ ইত্যাদি বিবেচনায় উল্লেখিত লেয়ার মুরগির ভ্যাকসিন সিডিউল পরিবর্তন করা যেতে পারে।

আরো পড়তে পারেন…

দেশি মুরগির ভ্যাকসিন সিডিউল

ফাউমি মুরগির ভ্যাকসিন সিডিউল

সোনালি মুরগির ভ্যাকসিন সিডিউল

ব্রয়লার মুরগির ভ্যাকসিন সিডিউল

হাঁসের ভ্যাকসিন সিডিউল

Comments

One response to “লেয়ার মুরগির ভ্যাকসিন সিডিউল”

  1. Selim Avatar
    Selim

    মাশাআল্লাহ, সিডিউলটা পড়ে অনেক কিছু বুঝতে পেরেছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *