ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট ও খাদ্য গ্রহনের তালিকা

লাভজনকভাবে ব্রয়লার পালনের জন্য নিয়মিত মুরগির ওজন বৃদ্ধি ও খাদ্য গ্রহনের চার্ট লক্ষ রাখা জরুরী। নিচে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট ও খাদ্য গ্রহনের তালিকা দেয়া হল।

বয়স (দিন)ওজন (গ্রাম) খাদ্য গ্রহন (গ্রাম)দৈনিক বৃদ্ধি (গ্রাম)মোট খাদ্য গ্রহন (গ্রাম)
৪০-৪৪
৬২১৮১৩
৮০১৭১৮২৯
১০১২০২১৫০
১২৪২৪২৩৭৩
১৫০২৭২৬১০১
১৭৯৩১২৯১৩২
২১১৩৫৩২১৬৭
২৪৭৩৯৩৫২০৫
২৮৬৪৩৩৯২৪৮
১০৩২৮৪৭৪২২৯৬
১১৩৭৩৫২৪৬৩৪৭
১২৪২২৫৭৪৯৪০৪
১৩৪৭৫৬১৫২৪৬৫
১৪৫৩১৬৭৫৬৫৩২
১৫৫৯০৭২৫৯৬০৪
১৬৬৫২৭৭৬২৬৮১
১৭৭১৮৮৩৬৬৭৬৪
১৮৭৮৬৮৯৬৯৮৫২
১৯৮৫৮৯৪৭২৯৪৭
২০৯৩৩১০০৭৫১০৪৭
২১১০১০১০৬৭৭১১৫৩
২২১০৯০১১২৮০১২৬৫
২৩১১৭২১১৮৮২১৩৮৩
২৪১২৫৭১২৪৮৫১৫০৬
২৫১৩৪৪১৩০৮৭১৬৩৬
২৬১৪৩৩১৩৬৮৯১৭৭২
২৭১৫২৪১৪১৯১১৯১৩
২৮১৬১৬১৪৭৯২২০৬০
২৯১৭১০১৫৩৯৪২২১৩
৩০১৮০৫১৫৮৯৫২৩৭১
৩১১৯০১১৬৩৯৬২৫৩৪
৩২১৯৯১৬৯৯৭২৭০৩
৩৩২০৯৭১৭৪৯৮২৮৭৬
৩৪২১৯৬১৭৯৯৯৩০৫৫
৩৫২২৯৫১৮৩১০০৩২৩৮
৩৬২৩৯৫১৮৮১০০৩৪২৯
৩৭২৪৯৫১৯২১০০৩৬১৮
৩৮২৫৯৫১৯৬১০০৩৮১৪
ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট ও খাদ্য গ্রহনের তালিকা

বিঃদ্রঃ উপরোক্ত চার্ট টি বিভিন্ন বাচ্চা উৎপাদনকারী কোম্পানির ম্যানুয়াল এবং ফিল্ড থেকে সংগৃহীত ডাটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বাচ্চার জাত, বাচ্চার কোয়ালিটি, ফিডের কোয়ালিটি, ফার্মের ম্যানেজমেন্ট, বায়োসিকিউরিটি, পরিবেশ এবং সর্বোপরি রোগ-বালাইয়ের কারনে চার্টে উল্লেখিত ডাটার মান বয়স অনুযায়ী কম-বেশি হতে পারে।

উপরের টেবিল থেকে কয়েকটি বিষয় লক্ষ করা যেতে পারে। যেমন ৩৫ দিনের পর থেকে খাদ্য গ্রহন বাড়তে থাকলেও ওজন বৃদ্ধির হার কিন্তু বাড়েনা। ফলে ৩৫ দিন পর্যন্ত ব্রয়লার মুরগি পালন লাভজনক

আরো পড়ুনঃ ব্রয়লার মুরগির খাবার তালিকা

ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায়

ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় হলো সঠিক পরিচর্যা করে ব্রয়লার মুরগি পালন করা। এর জন্য প্রথমত ভালোমানের খাদ্য দেয়া জরুরী। এছাড়াও  ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ হিসেবে বিভিন্ন ভিটামিন গ্রোথ প্রোমোটার খাওয়ানো যেতে পারে।বাজারে বিভিন্ন ব্রয়লার মুরগির গ্রোথ প্রোমোটার পাওয়া যায়। যেগুলি মূলত বিভিন্ন মাল্টি ভিটামিন।ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় বা সঠিক পরিচর্যা নীচে আলোচনা করা হলো।

সঠিক ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় গুলো ধাপে ধাপে দেওয়া হলো।

  • প্রথমে খামার পরিষ্কার পরিছন্ন থাকতে হবে।
  • খামারে বাচ্চা আনার পূর্বে খামার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিছন্ন করতে হবে।
  • খামারটি আলো-বাতাস এর পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে।
  • মুরগির বাচ্চা ব্রুডারে আনার আগে প্রোবাইটিক স্প্রে করা যেতে পারে।
  • বাচ্চা আনার সাথে সাথে পানির ব্যবস্থা করতে হবে।
  • সুস্থ সবল ব্রয়লার মুরগির বাচ্চা খামারে আনতে হবে। একটি ভালো মানের বাচ্চার ওজন ৩৫ গ্রাম হতে হবে।
  • খামারে লিটার শুকনা রাখতে হবে।
  • লিটার ভেজা ভাব হলে তা পরিবর্তন করতে হবে।
  • ব্রয়লার মুরগির ব্রুডিং এ তাপমাত্রা সঠিক রাখতে হবে।
  • ব্রয়লার মুরগির ২ ব্যাচের মাঝে সর্বনিম্ন ১৫ দিন গ্যাপ রাখতে হবে।
  • খামারের মুরগি গুলোকে সময় মত ভ্যাকসিন করতে হবে।

এই সকল বিষয় গুলো খেয়াল রাখলে ব্রয়লার মুরগির ভালো ওজন পাওয়া যাবে। মুরগির রোগ না হওয়ার ব্যবস্থা গ্রহন করতে পারলে, ব্রয়লার মুরগির ভালো ওজন পাওয়া যাবে।

Comments

8 responses to “ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট ও খাদ্য গ্রহনের তালিকা”

  1. Arman Avatar
    Arman

    মুরগি হঠাৎ করে মরে যাই পায়খানার সাদা চুনা

    1.  Avatar
      Anonymous

      Augment খাওয়ান।এটা বাচ্চা ২ য় দিন থেকে খাওয়ালে বাচ্চার চুনাপায়খানা হবে না।

    2. শাহরিয়ার শামীম Avatar
      শাহরিয়ার শামীম

      মুরগির রানীক্ষেত রোগ হলে মুরগির চুনা সাদা পায়খানা হয়।
      এই রোগ হলে নিকটস্থ ভেটেনারি ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করতে হবে। রানীক্ষেত রোগ হলে মুরগির সাদা চুনা পায়খানা হবে মুরগি ঝিম পারবে এবং আকস্মিক মৃত্যু হবে।

  2. Mim Avatar
    Mim

    মুরগির ওজন আসে না 19 দিনে 600-700 গ্রাম

    1. Rihab Avatar
      Rihab

      Murgir thanda lagle o ojon kom ase
      Doctor ar poramorsho nin

    2. রাতুল Avatar
      রাতুল

      ঠিক আছে তো, ২০ দিতে আমার ১ কেজি হয়, সমস্যা নেই, পরিচর্যা নেয় ভালোভাবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

  3. Tonmoy Sakib Avatar
    Tonmoy Sakib

    আমার মত নতুন খামারিরা দেখতে পারেন
    মুরগিকে ভালোভাবে পরিচালনা না করলে মুরগির গ্রোথ আসবে না..

  4. আনিছুর রহমান জর্জিস Avatar
    আনিছুর রহমান জর্জিস

    ব্রুডিং এ যত বেশি পরিচর্যা করবেন তত বাচ্চার মৃত্যুর হার কমবে এবং বড় হয়ে রোগবালাইয়ের আশঙ্কা কম থাকবে ।তাই প্রথম দিন থেকেই ভালোভাবে দেখাশোনা করবেন, আপনার ভাগ্য ভালো থাকেন রেজাল্ট ভালো পাবেন
    অনেক টা ভাগ্যর উপর নির্ভর করে এই ব্যবসা তাই সব সময় ভরসা রাখবেন আল্লাহর উপর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *