সোনালি মুরগির ভ্যাকসিন সিডিউল

সোনালি মুরগির ভ্যাকসিন সিডিউল

আমাদের দেশে দিন দিন সোনালী মুরগি পালন জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে রেডি মুরগি পালনে ব্রয়লার এর পরই সোনালির অবস্থান। সোনালী মুরগি পালনে ভ্যাকসিন সিডিউল অত্যন্ত গূরুত্বপূর্ন। তবে রেডি সোনালি মুরগি তথা ৮০০-৯৫০ গ্রামের ও ব্রিডার সোনালি মুরগির ভ্যাকসিন সিডিউল ভিন্ন হয়।

সোনালি মুরগির ভ্যাকসিন সিডিউল

নিচে রেডি সোনালি পালনের একটি আদর্শ ভ্যাকসিন সিডিউল দেয়া হলো।

বয়স (দিন)রোগের নাম ভ্যাক্সিনের নাম প্রয়োগের স্থান
৩-৫রানীক্ষেত ও ব্রংকাইটিসআইবি+এনডিএক চোখে এক ফোঁটা
১০-১২গামবোরোআই বি ডিমুখে এক ফোঁটা
১৮-২২গামবোরোআই বি ডিখাবার পানিতে
২৪-২৬রানীক্ষেতএনডিএক চোখে এক ফোঁটা
৪৪-৪৮রানীক্ষেত* (প্রাদুর্ভাব বেশি থাকলে)এনডিখাবার পানিতে
সোনালি মুরগির ভ্যাকসিন সিডিউল

ভ্যাকসিনের আগে পরে এন্টিবায়োটিক ব্যাবহার না করাই উত্তম। তবে ভ্যাকসিনের পরে ভিটামিন সি দেয়া ভালো। ৩৫ দিন বয়সে সোনালি মুরগির কৃমিনাষক ঔষধ দেয়া দরকার। কৃমি হলে সাধারণত ভ্যাক্সিন বা ঔষধের কার্যকারিতা কমে যায়।

সোনালি মুরগিকে ডিমের জন্য পালন অথাবা ব্রিডার ফার্ম করতে চাইলে বানিজ্যিক লেয়ার মুরগির ভ্যাকসিন সিডিউল অনুসরন করতে হয়। তবে সোনালি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারনে বানিজ্যিক লেয়ার মুরগির ভ্যাক্সিন সিডিউলে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে।

নোটঃ অবশ্যই স্থান ভেদে ভ্যাকসিন সিডিউল পরিবর্তন করা যেতে পারে।

ব্রিডার সোনালি মুরগির প্রস্তাবিত টিকাদান কর্মসূচি

বয়সরোগের নামভ্যাকসিনের নামপ্রকৃতিপ্রয়োগ পদ্ধতি
১-৩ দিনম্যারেক্স
রাণীক্ষেত+ ব্রংকাইটিস
ম্যারেক্স,
আইবি+ এনডি
লাইভঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
চোখে ফোঁটা
৭-৯ দিনগামবোরোআই বি ডিলাইভফুখে ফোঁটা
১৬-১৭ দিনরাণীক্ষেতল্যাসোটালাইভচোখে ড্রপ
১৮-২০ দিনগামবোরোআই বি ডিলাইভখাবার পানিতে
২৪-২৮ দিনএভিয়ান ইনফ্লুয়েঞ্জা
(বার্ড ফ্লু)
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1)কিল্ডচামড়ার নিচে ইনজেকশন
৩০-৩৫ দিনফাউল পক্সফাউল পক্সডি এন এ লাইভডানায়সূচ ফুটানো
৬-৭ সপ্তাহরাণীক্ষেতএনডিকিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
৮ সপ্তাহফাউল কলেরাফাউল কলেরাকিল্ডনির্দেশনা মোতাবেক
৯ সপ্তাহইনফেকশাস করাইজা, সালমোনেলাকরাইজা + সালমোনেলাকিল্ড
লাইভ
নির্দেশনা মোতাবেক
১০ সপ্তাহব্রংকাইটিস (ভ্যারিয়ান্ট)আইবি ভ্যারিয়ান্টলাইভখাবার পানিতে
১২ সপ্তাহফাউল কলেরাফাউল কলেরাকিল্ডনির্দেশনা মোতাবেক
১৫-১৬ সপ্তাহএভিয়ান ইনফ্লুয়েঞ্জা
(বার্ড ফ্লু)
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1)কিল্ডচামড়ার নিচে ইনজেকশন
১৬ সপ্তাহকরাইজা, সালমোনেলা, রাণীক্ষেত, ব্রংকাইটিসজি + এনডি +আইবি কিল্ডনির্দেশনা মোতাবেক
সোনালি মুরগির ভ্যাকসিন সিডিউল

প্রতি ৬ মাস অন্তর রানীক্ষেত কিল্ড ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন টাইটার কমে গেলে লাইভ ভ্যাকসিন করা যেতে পারে। সালমোনেলা রোগের ভ্যাকসিন প্রয়োগ করার পূর্বে মুরগি সালমোনেলা মুক্ত কিনা পরীক্ষা করে নিলে ভ্যাকসিন কার্যকর হয়ে থাকে।

মুরগির রানীক্ষেত রোগ ও চিকিৎসা

উল্লেখ্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ভ্যাকসিন বাজারজাত করে থাকে। এক্ষেত্রে রোগের নাম অনুযায়ী ভ্যাকসিন নির্বাচন করতে হবে।

এলাকা আবাহাওয়া, মুরগির স্বাস্থ ইত্যাদি বিবেচনায় উল্লেখিত ভ্যাকসিন সিডিউলে পরিবর্তন করা যেতে পারে।

আরো পড়তে পারেনঃ

মুরগির ভ্যাকসিন সিডিউল যেসব বিষয়ের উপর নির্ভর করে

সোনালি মুরগির রোগ ও চিকিৎসা

দেশি মুরগির ভ্যাকসিন সিডিউল

ফাউমি মুরগির ভ্যাকসিন সিডিউল

হাঁসের ভ্যাকসিন সিডিউল

ব্রয়লার মুরগির ভ্যাকসিন সিডিউল

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *