Category: Turkey Breed

বিভিন্ন জাতের টার্কি মুরগি ও এর বৈশিষ্ট পরিচিতি

  • সুদর্শন চেহারার স্লেট টার্কি

    সুদর্শন চেহারার স্লেট টার্কি

    স্লেট টার্কি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা গৃহপালিত টার্কির একটি জাত। এটি “নীল স্লেট” এবং “ল্যাভেন্ডার” টার্কি হিসাবেও পরিচিত এবং এটি এর ধূসর রঙের পালকের জন্যও পরিচিত। এই জাতের সঠিক স্থানটি আজও অজানা। কিন্তু এটি কিভাবে বিকশিত হয়েছিল সে সম্পর্কে ধারণা রয়েছে। তত্ত্ব মতে এটি কালো নরফোক এবং একটি বন্য টার্কির মধ্যকার সংকরায়নে তৈরী হয়েছে। আরেকটি তত্ত্ব মতে এই জাতটি একটি কালো টার্কি এবং হোয়াইট টার্কির ক্রস থেকে তৈরী হয়েছিল। (যদিও এটি জেনেটিকালি প্রমাণিত নয়)

    slate_turkey
    ছবিঃ স্লেট টার্কি

    ব্লু-স্লেট বা স্লেট টার্কি 1874 সালে আমেরিকান পোল্ট্রি অ্যাসোসিয়েশন দ্বারা, একটি স্বতন্ত্র জাত হিসাবে স্বীকৃত ছিল। বর্তমানে জাতটি লাইভস্টক কনসারভ্যান্সি দ্বারা বিপন্ন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। নীচে এই টার্কি প্রজাতির সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হলো।

    স্লেট টার্কির বৈশিষ্ট্যঃ

    এরা খুব সুন্দর চেহারার সঙ্গে মাঝারি থেকে বড় আকারের পাখি। এরা কালো ও সাদা রঙের পালকের মিশ্রনে হতে পারে, তবে শুধুমাত্র ধূসর রঙের পাখি আমেরিকান পোল্ট্রি অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডার্ড অফ পার্ফেকশন এ তালিকাভুক্ত।

    প্রধানত এই পাখির নামকরণ তাদের পালকের রঙে্র অনুসরে করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এদের নীল রঙের পালকের সাথে বিভিন্ন রঙের ছোপ ছোপ দেখা যায়।

    স্লেট টার্কির মাথা, ঘাড় এবং গলা নীল রঙের। এদের চোখ বাদামী এবং কালো দাড়ি। এদের শঙ্কু এবং পায়ের আঙ্গুল সাধারণত গোলাপী রঙের হয়।

    পূর্নবয়স্ক স্লেট টার্কির গড় শরীরের ওজন সাধারনত ৬.৩ থেকে ১০.৫ কেজি।

    পালনের উদ্দেশ্যঃ

    এটি প্রধানত মাংস উত্পাদনের জন্য পালন করা হত। তবে বর্তমানে সৌখিন খামারিরাও এদের সুন্দর রঙ ও শারীরিক বৈশিষ্টের কারনে পালন করে থাকে।

    স্লেট টার্কি
    ছবিঃ স্লেট টার্কি

    বিশেষভাবে উল্লেখ্য

    সাধারনত এরা শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে কিছু পাখি কখনো কখনো আক্রমনাত্মক হতে পারে। এদের সঠিকভাবে জাত নির্বাচন করা বেশ দুষ্কর। জাত নির্বাচন সিলেকশনের উপর অত্যন্ত নির্ভরশীল।

    এদেরকে প্রধানত মাংস উত্পাদনের জন্য পালন করা হয়। এদের মাংসের স্বাদ আসাধারন। এরা সাধারণত ক্রিম বা বাদামী রঙের ডিম পারে।

    স্লেট টার্কি (Slate Turkey) জাতের তথ্য

    জাতের নামস্লেট টার্কি।
    অন্য নামনীল স্লেট (Blue Slate), ল্যাভেন্ডার (Lavender)
    পালনের উদ্দ্যেশ্যপ্রধানত মাংস।
    সাধারন তথ্য অত্যন্ত শক্তিশালী এবং কঠোর পাখি, কিন্তু কিছু পাখি আক্রমনাত্মক হয়ে উঠতে পারে।
    আকারমাঝারী থেকে বড়। মোরগ ১০.৫ কেজি এবং মুরগী ৬.৫ কেজি (প্রায়)।
    কালারধূসর, নীলভ-ধূসর।
    জলবায়ু সহনশীলতাপ্রায় সব জলবায়ু।
    দুষ্প্রাপ্যতাসাধারণ
    মূল দেশআমেরিকা

    আরো পড়ুন…

    ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি

    হোয়াইট হল্যান্ড টার্কি সম্পর্কে জানুন

    আমেরিকান জনপ্রিয় ব্রোঞ্জ টার্কি

    পৃথিবী বিখ্যাত কালো টার্কি

    বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি

  • উড়ন্ত রয়েল পাম টার্কি

    উড়ন্ত রয়েল পাম টার্কি

    রয়েল পাম টার্কি ইউরোপিয়ান টার্কির বংশধর যা ইংল্যান্ড থেকে উদ্ভূত হয়েছিল। সৌখিনভাবে পালনের জন্য রয়েল পাম টার্কি খুবই জনপ্রিয়। তবে জাতটি মাংস উৎপাদনের জন্য তেমন উপোযুক্ত নয়। এর অসাধারন ও অনন্য বৈশিষ্টের কারনে ছোট খামারিরা প্রায়াশই সখ করে এদের পালন করে থাকে।

    আমেরিকার ফ্লোরিডা রাজ্যের লেক অর্থ এর একটি ফার্মে প্রথম এদেরকে পালন করা হয়। এখানে কালো টার্কি, ব্রোঞ্জ টার্কিস্থানীয় টার্কির সাথে ক্রস করে জাতটিকে ডেভেলপ করা হয়েছিলো। সম্ভবত এদের ইউরোপীয় টার্কি জাত ক্রলভিজার, ইংরেজি পাইড এবং রনকুইয়ের মধ্যে একই রকম বৈশিষ্ট্যগুলির কারণে পাম রঙের প্যাটার্ন এই তিনটি প্রজাতির মধ্যে দেখা যায়।

    রয়েল পাম টার্কি
    ছবিঃ রয়েল পাম টার্কি

    আমেরিকান পোল্ট্রি এসোসিয়েশন দ্বারা ১৯৭১ সালে রয়েল পাম টার্কি স্বীকৃত পায়। যদিও বর্তমানে জাতটি বিলুপ্ত প্রায় হিসেবে তালিকাভুক্ত। তবে ধীরে ধীরে এটির পালন বৃদ্ধি পাচ্ছে। নিচে রয়েল পাম টার্কির সাধারন বৈশিষ্ট আলোচনা করা হল।

    রয়েল পাম টার্কির বৈশিষ্ট্যঃ

    এদের শারীরিক সৌন্দর্য ও বৈশিষ্ট অনন্য। এরা সাদাকালো মিশ্রিত পালকের ছোট আকারের পাখি। সাদা পালকের উপর কালো কালো ছোপ সারা পিঠজুড়ে দেখা যায়। রয়েল পাম টার্কির লেজটি সাদা, প্রতিটি পােকে কালো ব্যান্ড এবং সাদা প্রান্তের একটি ব্যান্ড রয়েছে। এদের মাথা, গলা এবং ঝুটির রং লাল হয়। এদের দাড়ি কালো, এবং শঙ্কু এবং পায়ের আঙ্গুল গভীর গোলাপী রঙ্গের।

    পূর্নবয়স্ক পুরুষ রয়েল পাম টার্কির শরীরের গড় ওজন প্রায় 7.25 থেকে 10 কেজি। এবং পূর্নবয়স্ক স্ত্রী রয়েল পাম টার্কির শরীরের গড় ওজন 4.5 থেকে 5.5 কেজি।

    পালনের উদ্দেশ্যঃ

    এদেরকে সাধারনত মাংস উৎপাদনের জন্য পালন করা হয় না। এটি একটি সৌখিন ও শোভাময় পাখি হিসাবে উত্থাপিত। প্রধানত প্রদর্শনীর উদ্দেশ্যে এবং সৌখিনভাবে ছোট খামারগুলিতে পালন করা হয়।

    বিশেষভাবে উল্লেখ্যঃ

    রয়েল পাম টার্কি বেশ সক্রিয় এবং চমৎকার । এরা বেশ ঊড়াউড়ি করে। সাধারনত পুরুষ টার্কিগুলি আক্রমনাত্নক ভাবের এর জন্য বিশেষভাবে পরিচিত। তবে স্ত্রী টার্কি বিশেষ করে খুব ভাল মা।

    এরা মাঝারি আকারের হালকা বাদামি ডিম পারে। এদের মাংস বাদামি। বানিজ্যিকভাবে এদেরকে মাংস উৎপাদনের জন্য নির্বাচন করা হয়না। এটি বরং একটি প্রদর্শনী পাখি হিসাবে উত্থাপিত হয়।

    রয়েল পাম টার্কির বাণিজ্যিক সম্ভাবনা কম। তবে ছোট খামারগুলিতে এটি একটি ভূমিকা পালন করে। এটিকে সাধারন গৃহস্থ মাংসের উৎপাদন এবং পোকামাকড় পোষা প্রাণী নিয়ন্ত্রণের জন্য পালন করা যায়। নিম্নলিখিত চার্টে রয়েল পাম টার্কির সম্পূর্ণ প্রজননের তালিকা পর্যালোচনা করা হল।

    রয়েল পাম টার্কি
    ছবিঃ রয়্যাল পাম টার্কি

    রয়েল পাম (Royal Palm)| জাতের তথ্য

    জাতের নাম রয়েল পাম (Royal Palm)
    অন্য নাম নেই
    পালনের উদ্দ্যেশ্য প্রদর্শনী, শোভাময়।
    সাধারন তথ্যচঞ্চল, চমৎকার আচরন। ঊড়াউড়ি করে। মোরগুলি সামান্য আক্রমনাত্মক হয়। মুরগি সাধারণত খুব ভাল মা হয়।
    আকারছোট থেকে মাঝারী। মোরগ ৭ কেজি এবং মুরগী ৪.৫ কেজি (প্রায়)।
    কালারসাদা পালকের উপর মেটাল কালো খাদ।
    জলবায়ু সহনশীলতা প্রায় সব জলবায়ু।
    দুষ্প্রাপ্য সাধারণ
    মূল দেশ ইউরোপ

    আরো পড়ুন…

    সুদর্শন চেহারার স্লেট টার্কি

    হোয়াইট হল্যান্ড টার্কি সম্পর্কে জানুন

    আমেরিকান জনপ্রিয় ব্রোঞ্জ টার্কি

    পৃথিবী বিখ্যাত কালো টার্কি

    বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি

    ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি

  • সাদা টার্কিঃ বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি

    আমেরিকার কৃষি ডিপার্টমেন্ট ১৯৩৪ সালে বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি ডেভেলপ করেছিলো। হোয়াইট হল্যান্ড, ব্রোঞ্জ, হোয়াইট অস্ট্রিয়ান ও স্থানীয় টার্কির সাথে ক্রস করে জাতটির উন্নয়ন করা হয়েছিলো। মূলত ব্রয়লারের ন্যায় বাজারে ছোট থেকে মাঝারী আকারের সাদা টার্কির চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই জাতটি ডেভেলপ করা হয়। যদিও পরবর্তিতে এটি বানিজ্যিকভাবে গুরুত্ব হারায়। শারীরিক বৈশিষ্ট্য এবং মূল স্থান উভয়ের উপর নির্ভর করে এই প্রজাতির নামকরণকরা হয়। প্রাকৃতিকভাবে সঙ্গমের দক্ষতা সহ বেল্টসভিলিস টার্কির ভাল প্রজননমূলক গুণ ছিল।

    বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি
    ছবিঃ বেল্টসভিল টার্কি

    বেল্টসভিল টার্কির প্রজনন কর্মসূচিতে, আমেরিকান ব্রোঞ্জ, নারাগানসেট টার্কি, হোয়াইট হল্যান্ড, হোয়াইট অস্ট্রিয়ান এবং বন্য টার্কির জেনেটিক্স ব্যবহার করা হয়েছিল। এই প্রজনন কর্মসূচি ১৩৯৪ থেকে ১৯৪১সাল পর্যন্ত স্থায়ী ছিলো। এটির প্রধান উদ্দেশ্য ছিল ব্রয়লার মুরগির ন্যায় ছোট আকারের মাংসের টার্কি, সাদা পালক ও বেশ ভালো প্রজনন সক্ষম।

    বাণিজ্যিকভাবে বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি বাজারজাত করা হয় ১৯৪০ এর দশকে। এটি ১৯৫১ সালে আমেরিকান পোল্ট্রি অ্যাসোসিয়েশন দ্বারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। বেল্টসভিল টার্কির জনপ্রিয়তা ছিলো স্বল্পকালিন। বেশিদিন মার্কেটে থাকতে না পারায় ১৯৭০এর মধ্যে এটি প্রায় বিলুপ্ত হয়ে যায়।

    ১৯৭০ এর দশকে এদের বিলুপ্তি ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কির সাথে মিশে যায়। বেল্টসভিল স্মল হোয়াইট এখনও একটি বিরল প্রজাতি টার্কি হিসাবে তালিকাভুক্ত রয়েছে। নীচে এই টার্কির প্রজাতি সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হল।

    বেল্টসভিল স্মল হোয়াইট টার্কির বৈশিষ্ট্যঃ

    এ জাতের টার্কির চেহারা অনেক সুন্দর এবং এটি একটি ছোট-মাঝারি আকারের পাখি। এই পাখির দাড়ি কালো রঙের। এদের চোখ গাঢ় বাদামী এবং পায়ের আঙ্গুল গোলাপী সাদা হয়ে থাকে। এরা খুব শান্ত স্বভাবের হয়ে থাকে। পূর্ণবয়স্ক বেল্টসভিল সাদা টার্কির গড় শরীরের ওজন প্রায় 7.7 কেজি এবং পরিপক্ক মুরগির গড় শরীরের ওজন প্রায় 4.5 কেজি।

    ভিডিওঃ বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি

    পালনের উদ্দ্যেশ্যঃ

    বেল্টসভিল হোয়াইট টার্কি প্রধানত মাংস উত্পাদন জন্য পালন করা হয়। বিশেষত ছোট শহুরে পরিবারের এবং রেস্তোঁরাগুলির মাংসের চাহিদা মেটানোর জন্য এই টার্কি বেশ উপযুক্ত।

    বিশেষভাবে উল্লেখ্যঃ

    বেল্টসভিল স্মল টার্কির বেশ ভাল প্রজনন গুণাবলী রয়েছে। স্বাভাবিকভাবেই এদের প্রজননের ক্ষমতা ভালো। সহজে রক্ষণাবেক্ষণ এবং বংশবৃদ্ধি করার কারনে এই জাতটি বেশ ভালো।

    বর্তমানে বেল্টসভিল স্মল টার্কি বিরল হলেও এবং এদেরকে বিভিন্ন প্রদর্শনীতে প্রায়াশই দেখা যায়। সাম্প্রতিক সময়ে আবার এই পাখি পালনের আগ্রহ পুনরুজ্জীবিত হচ্ছে।

    বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি (Beltsville Small White) জাতের তথ্য

    জাতের নাম বেল্টসভিল স্মল হোয়াইট (Beltsville Small White)
    অন্য নাম বেল্টসভিল, সাদা টার্কি।
    পালনের উদ্দ্যেশ্য প্রধানত মাংস ও সৌখিনতা।
    জাতের আচরণ শান্ত স্বভাবের। প্রাকৃতিকভাবে প্রজনন করতে সক্ষম।
    আকারছোট থেকে মাঝারী। মোরগ ৭ কেজি (প্রায়) এবং মুরগী ৪.৫ কেজি (প্রায়)
    রঙ সাদা
    জলবায়ু সহনশীলতা প্রায় সব জলবায়ু
    দুষ্প্রাপ্যতা দুষ্প্রাপ্য
    মূল দেশ আমেরিকা

    আরো পড়ুন…

    সুদর্শন চেহারার স্লেট টার্কি

    হোয়াইট হল্যান্ড টার্কি সম্পর্কে জানুন

    আমেরিকান জনপ্রিয় ব্রোঞ্জ টার্কি

    পৃথিবী বিখ্যাত কালো টার্কি

    ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি

  • বাণিজ্যিক ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি জাতের তথ্য।

    বাণিজ্যিক ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি জাতের তথ্য।

    ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি মাংসের জন্য বাণিজ্যিকভাবে পালন করা সর্বাধিক জনপ্রিয় টার্কির জাত। এদেরকে কৃত্তিম জাত উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সময়ে ডেভেলপ করা হয়েছে। ফলে কম খাদ্য খরচে এদের থেকে যথেষ্ট মাংস পাওয়া যায়। বানিজ্যিক ভাবে টার্কি পালনের জন্য এই জাতটি সবচেয়ে উপযোগী বলে বিবেচিত। স্বাভাবিকভাবে এদের সাদা ও হালকা পালকের ভিতর হতে এদের ত্বক দেখা যায়।

    মূলত, হোয়াইট হল্যান্ড এবং ব্রড ব্রেস্টেড ব্রোঞ্জ টার্কি ক্রস করে এদেরকে ডেভেলপ করা হয়েছে। এদের প্রজনন হওয়ার আগে থেকেই ব্রোঞ্জ টার্কি বাজারে জনপ্রিয় ছিল। ফলে ১৯৬০ এর শুরুতে যখন এদেরকে ডেভেলপ হয়, তখনি এটি দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। বাচ্চা উৎপাদনকারী খামার ও হ্যাচারি মালিকরা এদের উৎপাদন লাভজনক হিসেবে আদর্শ মনে করে। আমেরিকান পোল্ট্রি এসোসিয়েশনের স্ট্যান্ডার্ড অফ পারফেকশনে ১৮৭৪ সালে জাতটি নথিভুক্ত করে।

    ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কির বৈশিষ্টঃ

    ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি বেশ বড় আকারের পাখি। অন্যান্য যে কোন জাতের তুলনায় বেশি মাংসের যোগান দিয়ে থাকে। এদের সাধারণত গোলাপী পা, একটি কালো দাড়ি থাকে। একদিন বয়সি বাচ্চার রঙ হলুদ। এ জাতের পূর্নবয়স্ক টার্কির গড় ওজন প্রায় ১৭ থেকে ২০ কেজি পর্যন্ত হয়। কখনও কখনও এদের ওজন আরো বেশি হতে পারে।

    ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি
    ছবি: উইকিমিডীয়া

    পালনের উদ্দেশ্যঃ

    ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কির মাংস অনেক সুস্বাদু তাই এটি মূলত মাংস উৎপাদন জন্য বাণিজ্যিকভাবে পালন হয়। তাছাড়াও বানিজ্যিক বাচ্চা উৎপাদনের জন্যও এদের পালন করা হয়ে থাকে।

    বিশেষভাবে উলেখ্য

    গৃহপালিত টার্কির মধ্যে ব্রড ব্রেস্টেড হোয়াইট সবচেয়ে জনপ্রিয় ও ব্যাপকভাবে উল্লেখ্য জাত। বর্তমানে মাংস উৎপাদনের জন্ যসারা বিশ্বে ব্যাপক পরিচিত এবং সর্বোত্তম। আকার ও জেনেটিক কারনে স্বাভাবিকভাবে এরা বনশবৃদ্ধি করতে পারেনা। কৃত্তিমভাবে এদের বাচ্চা উৎপাদন করা হয়। তবে এদের ডিমের উর্বরতা ভাল।

    এদেরকে পুরোপুরি স্বয়ংক্রিয় পদ্ধতিতে (কন্ট্রোল শেডে) পালন করা যায়। যেখানে একসাথে ১০,০০০ পাখিও থাকতে পারে। সাধারণত এদের ওজন ও আকার (অতিরিক্ত পেশী কারণে) এর কারনে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ফলে এদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এরা সাধারণত ব্রয়লার মুরগির মত স্বল্পকালীন পাখি।

    নিচের তালিকাতে ব্রড ব্রেস্ট হোয়াইট টার্কির সম্পূর্ণ প্রজনন তথ্য আলোচনা করা হল।

    ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি (Broad Breasted White) | জাতের তথ্য

    জাতের নামব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি (Broad Breasted White)
    অন্য নাম সাদা টার্কি।
    পালনের উদ্দ্যেশ্য প্রধানত মাংস।
    জাতের আচরণ ও তথ্য শারিরিকভাবে এরা অত্যন্ত শক্তিশালী তবে নরম মেজাজ। কিন্তু আক্রমনাত্মক হয়ে উঠতে পারে।
    আকারবেশ বড় । মোরগ ২০ কেজি এবং মুরগী ১৭ কেজি (প্রায়)।
    রঙ সাদা।
    জলবায়ু সহনশীলতাপ্রায় সব জলবায়ু।
    দুষ্প্রাপ্যতাসাধারণ।
    মূল দেশ আমেরিকা

    আরো পড়ুন…

    সুদর্শন চেহারার স্লেট টার্কি

    হোয়াইট হল্যান্ড টার্কি সম্পর্কে জানুন

    আমেরিকান জনপ্রিয় ব্রোঞ্জ টার্কি

    পৃথিবী বিখ্যাত কালো টার্কি

    বিরল প্রজাতির বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি

  • পৃথিবী বিখ্যাত কালো টার্কি

    পৃথিবী বিখ্যাত কালো টার্কি

    কালো টার্কি ইউরোপ থেকে সংগৃহীত টার্কির একটি জাত। এটি মূলত স্প্যানিশ অভিযাত্রীদের দ্বারা মেক্সিকো থেকে ইউরোপে নিয়ে আসা হয়েছিল। এটি নরফোক ব্ল্যাক বা ব্ল্যাক স্প্যানিশ টার্কির মতো আরও কিছু নামে পরিচিত। কালো টার্কি সাধারণত প্রাচীনতম টার্কির জাত হিসেবে বিবেচিত হয়।

    কালো টার্কি স্পেনে খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং সেখানে এরা ‘ব্লাক স্প্যানিশ’ নামে পরিচিত পায়। মধ্য ইউরোপে প্রাপ্ত ব্লাক টার্কিগুলো আকারে ছোট। প্রধানত মাংস উৎপাদনের জন্য এদেরকে পালন করা হয়। এই জাতের টার্কি ইউরোপীয় ঔপনিবেশিকদের সঙ্গে আমেরিকানদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

    দুই শতাব্দী ধরে মাংস উৎপাদন করার জন্য জাত উন্নয়ন করার ফলে, এই পাখিগুলি মাংস উৎপাদনের জন্য ভাল বিবেচিত হয়। তাই বাণিজ্যিকভাবে ব্লাক টার্কি পালন করা একটি লাভজনক ব্যবসা হতে পারে। যদিও এটি বোর্বন রেড, হোয়াইট হল্যান্ড এবং ব্রোঞ্জের জাতের মতো জনপ্রিয় ছিল না।

    black-turkey
    ছবিঃ কালো টার্কি

    ১৮৭৫ সালে আনুষ্ঠানিকভাবে আমেরিকান পোল্ট্রি এসোসিয়েশন কর্তৃক জাতটি স্বীকৃত হয়। এই জাতটি চরাঞ্চলের জন্য উপযুক্ত। এটি লাইভস্টক কনসারভ্যান্সি দ্বারা হেরিটেজ টার্কির একটি বিপন্ন জাত হিসাবে বিবেচিত। নীচের এই জাতের টার্কি সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হলো।

    কালো টার্কির বৈশিষ্ট্য

    এরা মাঝারি থেকে বড় আকারের পাখি। কালো টার্কি মাংসের জন্য বিখ্যাত। অন্যান্য পাখির তুলনায় এদের শরীরে চর্বির পরিমান কম এবং মাংসের পরিমান বেশী। অল্পবয়স্ক টার্কির পালকে সাদা বা ব্রোঞ্জের রঙ থাকে, কিন্তু বড় হওয়ার পরে এদের রঙে পরিবর্তিত হয়। এদের ডানা কালো এবং উজ্জ্বল লাল হতে পারে।

    প্রাপ্তবয়স্কদের মধ্যে, শঙ্কু এবং পায়ের আঙ্গুল গোলাপী রঙের হয়। এই পাখির চোখ কালো বাদামী রঙের হয়। পালক কালো হলেও কালো টার্কির চামড়া সাধারণত সাদা। প্রাপ্তবয়স্ক টার্কির শরীরের গড় ওজন প্রাইয় 10.5 কেজি এবং অল্প বয়স্ক টার্কির গড় ওজন প্রায় 6.5 কেজি।

    পালনের উদ্দেশ্যঃ

    প্রধানত মাংস উৎপাদনের জন্য এদেরকে পালন করা হয়। তবে, অন্যান্য টার্কির জাত উন্নয়নে পালন করা হতে পারে।

    বিশেষভাবে উল্লেখ্য

    ব্লাক টার্কির মুরগির ওজন প্রায় ৬.৫ কেজি এবং মোরগের ওজন প্রায় ১০.৫ কেজি হতে পারে। নাম ব্লাক টার্কি হলেও এদের মাংস সাদা এবং অন্যান্য পাখির মাংসের তুলনায় বেশ শক্ত হয়ে থাকে। এরা হালকা মেজাজের, তবে কিছু পাখি আক্রমনাত্মক হতে পারে।

    কালো টার্কি
    ছবিঃ কালো টার্কি


    কালো টার্কি (Black Turkey) জাতের তথ্য

    জাতের নামকালো টার্কি (Black Turkey)।
    অন্য নাম নরফ্লক ব্লাক। স্প্যানিশ ব্লাক।
    পালনের উদ্দ্যেশ্যপ্রধানত মাংস
    সাধারন তথ্য খুব শক্ত এবং সহিষ্ণু। হালকা মেজাজ,তবে মাঝে মাঝে কিছু পাখি আক্রমনাত্মক হতে পারে ।ভালোভাবে জাত নির্বাচণ করা জরুরী।প্রধানত মাংসের জন্য পালন করা হয়।মাংসের ঘ্রাণ ভালো।
    আকার মাঝারী থেকে বড়। মোরগ ১০.৫ কেজি এবং মুরগী ৬.৫ কেজি (প্রায়)।
    রঙ কালো
    জলবায়ু সহনশীলতা প্রায় সব জলবায়ু।
    দুষ্প্রাপ্যতাসাধারণ।
    মূল দেশ ইঊরোপ

    আরো পড়ুন…

    সুদর্শন চেহারার স্লেট টার্কি

    হোয়াইট হল্যান্ড টার্কি সম্পর্কে জানুন

    আমেরিকান জনপ্রিয় ব্রোঞ্জ টার্কি

    বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি

  • আমেরিকান জনপ্রিয় ব্রোঞ্জ টার্কি

    আমেরিকান জনপ্রিয় ব্রোঞ্জ টার্কি

    ব্রোঞ্জ টার্কি ইউরোপীয় উপনিবেশ বাদীদের আমেরিকাতে নিয়ে যাওয়া টার্কির জাত যা, আমেরিকার বন্য-টার্কির সংকরায়নে তৈরি হয়েছিলো। সংকরায়নের ফলে টার্কির এই জাতটি ইউরোপিয়ান বা আমেরিকান স্থানীয় টার্কির থেকেও বেশ বড় আকারের হয়। আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে জনপ্রিয় টার্কির জাত খ্যাতি পায়।

    যদিও পরবর্তিতে জাতটির দুটি স্বতন্ত্র ব্রিড আত্নপ্রকাশ করে। এদের নাম এদের পালকের রঙ আনুযায়ী রাখা হয়, যা ব্রোঞ্জের মতো চকচকে।

    ১৭০০ এর দশক থেকে ১৮৩০ সাল নাগাদ পর্যন্ত এরা বিভিন্ন নামে পরিচিত ছিল, তবে ১৮৩০ এর পরে ‘ব্রোঞ্জ’ নামটি আনুষ্ঠানিকভাবে পায়। ব্রিডাররা ১৮০০ এর দশকে ব্রোঞ্জকে মানানসই করে এবং প্রায়শই স্থানীয় টার্কির সাথে ক্রস করতে থাকে। জাতটি ১৮৭৪ সালে আমেরিকান পোল্ট্রি অ্যাসোসিয়েশন দ্বারা সরকারীভাবে স্বীকৃত হয়।

    ব্রোঞ্জ টার্কি দুটি স্বতন্ত্র প্রকারে বিভক্ত।

    স্ট্যান্ডার্ড ব্রোঞ্জ‘ এবং ‘ব্রড ব্রেস্টেড ব্রোঞ্জ‘।

    এদের পার্থক্য নির্নয়ে প্রচুর মতবিরোধ আছে। তবে সম্মিলিতভাবে, স্ট্যান্ডার্ড এবং ব্রড ব্রেস্টেড জাতগুলিকে একত্রে ব্রোঞ্জ টার্কি বলা হয়।

    ব্রোঞ্জ টার্কির বৈশিষ্ট্য

    ব্রোঞ্জ টার্কি একটি বৃহৎ আকারের পাখি। এরা দেখতে বেশ আকর্ষণীয় এবং অনন্য পালকের জন্য সুপরিচিত। এরা এদের বিশাল আকারের জন্য বিখ্যাত। প্রধানত বড় পাখিগুলি ব্রড ব্রেস্টেড ব্রোঞ্জ হিসাবে পরিচিতি লাভ করে এবং সুন্দর পাখিগুলি স্ট্যান্ডার্ড ব্রোঞ্জ নামে পরিচিতি পায়।

    আকারের পার্থক্য ছাড়াও, ব্র্যান্ড ব্রেস্টেড ব্রোঞ্জের তুলনায় স্ট্যান্ডার্ড ব্রোঞ্জের পালক সাধারণত হালকা। উভয় প্রকারের একটি বাদামী বর্ণ রয়েছে যা তামার এবং নীল-সবুজ ছায়াযুক্ত। বন্য টার্কির পালকের সাথে এদের পালকের বেশ মিল রয়েছে।

    বিশেষভাবে উল্লেখ্য

    এরা বেশ শক্ত জাতের পাখি। এরা দীর্ঘদিন জীবিত থাকে এবং প্রাকৃতিকভাবে জোড় বাঁধে। তবে এরা এদের বৃহৎ আকারের কারণে সঙ্গমের দক্ষতা কম। ব্রড ব্রেস্টেড এর অনেক উপজাত বিদ্যমান, যা বর্তমানে সম্পূর্ণ কৃত্রিম গর্ভধারণ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এদের শারিরীক বৃদ্ধি পেতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। এই টার্কি একবিংশ শতাব্দীর গোড়ার দিকে কয়েক দশক ধরে বাণিজ্যিক উৎপাদনের জন্য ব্যবহৃত হয়নি। তবে ব্রিডটি বিশ বছর ধরে বাণিজ্যিক টার্কি শিল্পকে প্রভাবিত করতে চলেছে।

    bronze-turkey

    আজ ব্রড ব্রেস্টেড এবং স্ট্যান্ডার্ড, উভয় প্রকারের লাইভস্টক সংরক্ষণের অগ্রাধিকার তালিকার তালিকাভুক্ত করা হয়েছে। ব্রড ব্রেস্টেড জাতের মোট সংখ্যা আজ অস্পষ্ট, তবে স্ট্যান্ডার্ড জাতটি তালিকাভুক্ত। এদের উভয় জাতই মাংস উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।

    নীচের চার্টে ব্রোঞ্জ টার্কির সম্পূর্ণ প্রজনন তথ্য আলোচনা করা হল।

    ব্রোঞ্জ টার্কি | জাতের তথ্য

    ব্রিডের নাম ব্রোঞ্জ, Bronze Turkey
    অন্যান্য নামব্রড ব্রেস্টেড ব্রোঞ্জ, স্ট্যান্ডার্ড ব্রোঞ্জ
    প্রজনন উদ্দেশ্যমূলত মাংস
    ওজনমোরগ প্রায় 11.5 কেজি, মুরগি প্রায় 7.25 কেজি
    জলবায়ু সহনশীলতাপ্রায় সমস্ত জলবায়ু
    গায়ের রঙসবুজাভ তামাটে, ব্রোঞ্জের মতো চকচকে
    দেশ উত্তর আমেরিকা

    আরো পড়ুন…

    সুদর্শন চেহারার স্লেট টার্কি

    হোয়াইট হল্যান্ড টার্কি সম্পর্কে জানুন

    ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি

    পৃথিবী বিখ্যাত কালো টার্কি

    বিরল প্রজাতির বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি

  • হোয়াইট হল্যান্ড টার্কি সম্পর্কে জানুন

    হোয়াইট হল্যান্ড টার্কি সম্পর্কে জানুন

    প্রাচীনতম টার্কির মধ্যে হোয়াইট হল্যান্ড টার্কি অন্যতম যা এর সাদা পালকের জন্য হোয়াইট হল্যান্ড নামে পরিচিত। ইউরোপিয়ান সাদা টার্কি ও দক্ষিন আমেরিকার গ্রামীন টার্কির সাথে সংকরায়নের ফলে জাতটি তৈরী হয়। হোয়াইট হল্যান্ড টার্কি, ব্রড ব্রেস্টেড ব্রোঞ্জ টার্কির সাথে সংকরায়ন করে ব্রড ব্রেস্টেড হোয়াইট জাতের টার্কি সৃষ্টি করা হয়, যা পৃথিবীর সবচেয়ে বেশি পরিচিত ব্রিড হিসেবে খ্যাঁত। জাতটি বেল্টসলিভ স্মল এরও মূল ভিত্তি হিসেবে ছিলো। হোয়াইট হল্যান্ড টার্কি প্রথম আমেরিকান পোল্ট্রি অ্যাসোসিয়েশন দ্বারা 1874 সালে স্বীকৃত হয়েছিল এবং আজ এটি হেরিটেজ টার্কির জাত হিসাবে বিবেচিত হয়।

    হোয়াইট হল্যান্ড টার্কির বৈশিষ্ট্যঃ

    হোয়াইট হল্যান্ড টার্কি দেখতে বেশ সুন্দর যাকে ব্রড ব্রেস্টেড হোয়াইট জাতের টার্কির থেকে পৃথক করা বেশ কঠিন। টার্কির এই জাতটি তাদের দৃঢ়তার জন্যও সুপরিচিত। যদিও এদেরকে ঘরোয়া ভাবে পালন করতে খুব বেশি দেখা যায়না তবে, মাঝে মাঝে বিভিন্ন পোল্ট্রি প্রদর্শনীতে এদের দেখা যায়। সাধারনত এরা হালকা মেজাজের, তবে মাঝে মাঝে কিছু টার্কি আক্রমণাত্নক হতে পারে।

    হোয়াইট হল্যান্ড টার্কির বুকের আকার ছোট এবং পা অপেক্ষাকৃত লম্বা। এ জাতের টার্কি সম্পূর্ণরূপে সাদা বর্ণের এবং মাথা নীলাভ লাল রঙের। এ জাতের টার্কির কেশগুচ্ছ কালচে ছোট গোলাপী রঙের। চোখ বাদামি বর্ণের বড় আকারের ডিম পারে এবং এদের ডিমগুলি ফ্যাকাশে বাদামী রঙের। পূর্ণ বয়স্ক পুরুষ টার্কির গড় দৈহিক ওজন ১৬.৩৩ কেজির মধ্যে এবং পূর্ণ বয়স্ক স্ত্রী টার্কির গড় দৈহিক ওজন ৯.০ কেজি হয়ে থাকে। হোয়াইট হল্যান্ড টার্কি বেশ শক্তিশালী জাতের টার্কি হিসেবে পরিচিত। বর্তমানে এ জাতের টার্কি বিরল প্রকৃতির।

    বিশেষভাবে উলেখ্য

    হোয়াইট হল্যান্ড টার্কি একটি অনন্য জাত যা ধীরে ধীরে কমে যাচ্ছে। জাতের মূল বৈশিষ্ট বজায় রাখতে পর্যাপ্ত প্রজনন হয় না। বাণিজ্যিকভাবে ব্রড ব্রেস্টড হোয়াইট টার্কির বিকল্প হিসাবে হোয়াইট হল্যান্ডকে বিবেচনা করা হয়। প্রয়োজনের তুলনায় এর প্রজনন খুবই কম। সাদা টার্কি নিয়ে বিভিন্ন দেশে মানুষের মধ্য কুসংস্কার রয়েছে। ফলে প্রকৃতগতভাবে সাদা টার্কির জাতগুলি বিপন্ন হতে শুরু করেছে। এদের প্রজনন বৃদ্বির জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করা দরকার।

    নীচের তালিকাতে হোয়াইট হল্যান্ড টার্কির সম্পূর্ণ প্রজনন তথ্য আলোচনা করা হল।

    হোয়াইট হল্যান্ড টার্কি (White Holland turkey) জাতের তথ্য

    জাতের নামহোয়াইট হল্যান্ড (White Holland)
    অন্য নাম ব্রিটিশ হোয়াইট (British White)
    পালনের উদ্দ্যেশ্যমাংস
    জাতের আচরণ শান্ত, হালকা মেজাজ,সহজে পোষ মানে। মাঝে মাঝে কিছু পাখি আক্রমনাত্মক হতে পারে। বড় ডিম, ক্রিম কালারের স্পট সঙ্গে মাঝারি বাদামী রঙ।
    দেহের রঙসাদা
    আকারবড় মাঝারী। মোরগ ১৬ কেজি এবং মুরগী ৯ কেজি (প্রায়)।
    বৈচিত্র্যশুধুমাত্র সাদা শনাক্ত।
    জলবায়ু সহনশীলতাসব জলবায়ু (শক্তসমর্থ) যে কোন পরিবেশ অভিযোজিত হতে পারে।
    দুষ্প্রাপ্যতাদুষ্প্রাপ্য।
    মূল দেশনেদারল্যান্ড। (অনেকের মতে আমেরিকা)

    আরো পড়ুন…

    সুদর্শন চেহারার স্লেট টার্কি

    ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি জাতের তথ্য

    আমেরিকান জনপ্রিয় ব্রোঞ্জ টার্কি

    পৃথিবী বিখ্যাত কালো টার্কি

    বিরল প্রজাতির বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি