ফাউমি মুরগি পালন অন্যান্য মুরগির তুলনায় সহজ। সাধারন খাদ্যে ভালো এরা তুলনামূলক প্রোডাকশন দিয়ে থাকে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অন্যন্য। তবে ডিমের জন্য ফাউমি মুরগি পালন করা হলে, সঠিক নিয়মে ফাউমি মুরগির খাদ্য তালিকা প্রনয়ন করতে হবে।
ফাউমি মুরগির খাদ্য তালিকা করতে কয়েকটি বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন। যেমন বয়স, পালনের উদ্দেশ্য, আবহাওয়া, পুষ্টিমান ইত্যাদি। সাধারণত এক মাস বয়স পর্যন্ত স্টার্টার, বাড়ন্ত সময়ে গ্রোয়ার ও ডিম পাড়ার সময়ে লেয়ার ফিড সরবরাহ করা হয়ে থাকে।
যথাযথ পুষ্টিমান জেনে আপনি সহজেই ফাউমি মুরগির খাদ্য তৈরী করতে পারেন।
ফাউমি মুরগি সম্পর্কে আরো জানতে পড়ুনঃ ফাউমি মুরগি সম্পর্কে দরকারী তথ্য
বয়স অনুসারে ফাউমি মুরগিকে সাধারণত ৩-৫ ধরণের খাবার দেয়া হয়।
খাবারের নাম | বয়স (সপ্তাহ) |
স্টার্টার | ০-৬ সপ্তাহ |
গ্রোয়ার | ৭-১৪ সপ্তাহ |
লেয়ার ১ | ১৫-৪৫ সপ্তাহ |
লেয়ার ২ | ৪৬-৯৫ সপ্তাহ |
ফাউমি মুরগির খাদ্য তালিকা
ফাউমি মুরগির জন্য ১০০ কেজি খাবার তৈরির একটি তালিকা দেয়া হলো।
উপাদান | স্টার্টার | গ্রোয়ার | লেয়ার ১ | লেয়ার ২ |
ভূট্টা | ৫২ কেজি | ৫৪কেজি | ৫৫ কেজি | ৫৬ কেজি |
সয়াবিন মিল | ২৫ কেজি | ২৪ কেজি | ২২ কেজি | ২২ কেজি |
রাইচ পালিশ | ১০ কেজি | ১০ কেজি | ৮ কেজি | ৭.৫ কেজি |
প্রোটিন ৬০% | ৮ কেজি | ৫ কেজি | ৪ কেজি | ৩ কেজি |
লাইমস্টোন / ঝিনুক চূর্ণ | ২ কেজি | ২.৫ কেজি | ৮ কেজি | ১০ কেজি |
লবণ | ৩০০ গ্রাম | ২৮০ গ্রাম | ২৮০ গ্রাম | ২৮০ গ্রাম |
ডিসিপি | ৩০০ গ্রাম | ৩০০ গ্রাম | ৫০০ গ্রাম | ৫০০ গ্রাম |
সালমোনেলা কিলার | ৩০০ গ্রাম | ২৫০ গ্রাম | ৩০০ গ্রাম | ৩২০ গ্রাম |
প্রিমিক্স | ২০০ গ্রাম | ২৫০ গ্রাম | ৩০০ গ্রাম | ৩০০ গ্রাম |
ডিএল- মিথিওনিন | ১৫০ গ্রাম | ১৩৫ গ্রাম | ১৩০ গ্রাম | ১২৫ গ্রাম |
এল-লাইসিন | ১০০ গ্রাম | ৯০ গ্রাম | ৮০ গ্রাম | ৬০ গ্রাম |
কোলিন ক্লোরাইড | ৬০ গ্রাম | ৫০ গ্রাম | ৫০ গ্রাম | ৫০ গ্রাম |
টক্সিন বাইন্ডার | ১২৫ গ্রাম | ১৩৫ গ্রাম | ১৫০ গ্রাম | ১৫০ গ্রাম |
সোডা | – | – | ৫০ গ্রাম | ৭৫ গ্রাম |
সয়াবিন তেল | ২০০ গ্রাম | ১৫০ গ্রাম | ১০০ গ্রাম | – |
মোটঃ | ১০০ কেজি | ১০০ কেজি | ১০০ কেজি | ১০০ কেজি |
ফাউমি মুরগি খাদ্য পুষ্টিমান চাহিদা
বয়স অনুযায়ী খাবারে পুস্টিগুণের চাহিদা পরিবর্তন হয়। শীত গরম অনুযায়ী এনার্জি কম বেশি হয়। ফাউমি মুরগির খাদ্য তৈরিতে নিম্নলিখিত চার্টটি বিবেচনায় রাখতে হবে।
পুষ্টি উপাদান | স্টার্টার | গ্রোয়ার | লেয়ার ১ | লেয়ার ২ |
মেটাবলিক এনার্জি (kcal/kg) | ২৭৫০-২৯৫০ | ২৭০০-২৮৫০ | ২৭৮০-২৯০০ | ২৭৫০-২৯০০ |
ক্রুড প্রোটিন (g/day) | ২০-২২ | ১৭-১৯ | ১৬-১৭ | ১৬-১৭ |
লাইসিন (mg/day) | ৯৫০-১১১০ | ৮০০-৭৯০ | ৬২০-৬৮০ | ৬৭০-৭৪০ |
মিথিওনিন (mg/day) | ৪৫০-৪৯০ | ৩৯০-৪৩০ | ৩৫০-৩৮০ | ৩৪০-৩৭০ |
ক্যালসিয়াম (g/day) | ১ | ১ | ২.৬০ | ২.৮০-৩.৯০ |
সোডিয়াম ও ক্লোরাইড (mg/day) | ২০০ | ১৮০ | ১৮০ | ১৮০ |
থিওনিন (mg/day) | ৬৫০-৭৮০ | ৫৫০-৬৪০ | ৫৫০-৫৮০ | ৫০০-৫৬০ |

বিশেষ নোটঃ উল্লেখিত তালিকাতে সয়াবিন তেল ওজন ধরা হয়নি। এবং টক্সিন বাইন্ডার, সালমোনেলা কিলার, ভিটামিন-মিনারেলস প্রিমিক্স প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে।
ফিড এডিটিভস সমূহঃ
এনজাইম | – | ৬০ গ্রাম | ৫০ গ্রাম | ৮০ গ্রাম | ৭৫ গ্রাম |
প্রোবায়োটিক | ৬০ গ্রাম | ৫০ গ্রাম | ৪৫ গ্রাম | ৪৫ গ্রাম | ৪৫ গ্রাম |
ককসিডিওস্ট্যাট | ৩০ গ্রাম | ৩৫ গ্রাম | – | – | – |
ফাইটেজ | – | – | – | ০.৭৫ গ্রাম | ০.৭৫ গ্রাম |
থিওনিন | ৬০ গ্রাম | ৫০ গ্রাম | ৩৫ গ্রাম | ৪৫ গ্রাম | ৪০গ্রাম |
বিশেষ নোটঃ খামারের মুরগির স্বাস্থ, উৎপাদন, খাদ্য উপাদানের গুণগত মান ও আবহাওয়ার তারতম্যের কারণে এ খাদ্য তালিকাটিতে পরিবর্তন করা যেতে পারে।
উল্লেখ্য যে, খাদ্য তালিকায় উল্লেখিত ফিড এডিটিভস সমূহে প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে অথবা অভিজ্ঞ ভেটেরিনারিয়ান কর্তৃক পরিবর্ধন বা পরিমার্জন করা যেতে পারে।
আরো পড়ুনঃ যেভাবে তৈরি করবেন সোনালি মুরগির খাবার
আসসালামু আলাইকুম
আমি একেবারে নতুন ২৬ দিনের ১০০ বাচ্চা কিনেছি ৪০/৪২ দিন থেকে বাচ্চা গুলো মারা যেতে শুরু করে এখন ২৫/৩০ আছে এখনো অসুস্থ আমাকে যদি কেউ সঠিক পরামর্শ দিতেন তাহলে উপকৃত হবো আমার নাম্বার যদি কোন হৃদয়বান ব্যাক্তির নলরে আশে তাহলে দয়া করে কল দিয়ে সাহায্য করবেন
Md Omer Faruk 01859009943
মনে হচ্ছে আপনি কোন ভ্যাক্সিন দিতে ভুলে গেছেন। দ্রুত নিকটস্থ ভেটেনারী ডাক্তার দেখান।
ঘরে পর্যাপ্ত লাল বাল্বের আলোর রাখতে হবে।প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে , ঘর শুকনো রাখতে হবে, ঠান্ডা জনিত রোগ দেখা দিলে সিপ্রোফ্লক্সাসিন, এরোসিন ভেট,ফাস্ট ভেট নাপা এক সাথে দিতে হবে, অসুস্থ মুরগীকে অবশ্যই আলাদা রাখতে হবে। এবং ভালো ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।আশা করি ইনশাআল্লাহ ভালো হবে।
অরিজিনাল ফাওমীর বাচ্চা কোথায় পাবো
কেন্দ্রীয় মুরগির খামার মিরপুর, চিড়িয়াখানার পাশে।
মুরগির ঠান্ডা থাকলে কি ভ্যাকসিন করা যায়
Fawmi murgir vaccine somporke jodi aktu bolten
ফাউমি মুরগির ভ্যাকসিন নিয়ে জানতে আমাদের এই লেখাটি পড়তে পারেন। ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা
amr fawmi murgi leyar 1 khabar gura gula khayte chay na.ki korte pari bolen tu?
Thanks for the information.
ভাই আমি লেয়ার লেয়ার ১। দিচ্ছি সাথে কি অন্ন কিছু দেওয়া লাগবে?? মুরগির বয়স ৭-৮ মাশ
গরম অথবা শীতকালে কোন আইটেম বাদ/যোগ হবে কি?