সোনালি মুরগির ঔষধের তলিকা ও ভ্যাকসিন শিডিউল।

সোনালি মুরগি পালন আমাদের দেশে দিন দিন জনপ্রিয়তা হয়ে উঠছে। সাধারনত কম রোগ-বালাই ও ভালো বাজারদর থাকার জন্য খামারীরাও সোনালী মুরগীর প্রতি আগ্রহী হয়ে ঊঠছে। আমাদের দেশের অধিকাংশ খামারী সাধারনত নির্দিষ্ট তালিকা ধরে খামার পরিচালনা করে থাকেন। সোনালির খামার পরিচালনার জন্য আমরা এখানে একটি সোনালি মুরগির ঔষধের তলিকা দেয়ার চেষ্টা করেছি।

মনে রাখা প্রয়োজন, একেক পরামর্শক একেকভাবে সোনালি মুরগি পালনের ঔষধের তালিকা দিতে পারেন। তবে যেকোন একটিকেই ভালোভাবে অনুসরন করা দরকার। আমরা এখানে আমাদের পাঠকের সুবিধার্তে বহুল প্রচলিত একটি শিডিউল দিয়েছি।

বয়স দিন ঔষধের নাম
১ থেকে ৩ দিন টানাএমক্সাসিলিন*
৩ থেকে ৫ দিনের ভিতর আইবি+এনডি লাইভ ভ্যাক্সিন (রানীক্ষেত ও ব্রংকাইটিস)
৭ থেকে ১০ দিনের ভিতর ঠোট স্যাকা যদি প্রয়োজন হয়।
১০ থেকে ১২ দিনের ভিতরগামবোরো লাইভ ভ্যাক্সিন
১২ থেকে ১৪ দিন এম্প্রোলিয়াম + সিপ্রো*
১৮ থেকে ২২ দিনের ভিতরগামবোরো লাইভ ভ্যাক্সিন
২৪ থেকে ২৬ দিনের ভিতরএনডি লাইভ ভ্যাক্সিন (রানীক্ষেত)
২৪ থেকে ২৬ দিন এম্প্রোলিয়াম + এমক্সাসিলিন*
৩৫ তম দিন ছোট-বড় মুরগি আলাদা করা + কৃমিনাষক
৪৪ তম দিনরানীক্ষেত লাইভ ভ্যাক্সিন* (প্রাদুর্ভাব বেশি থাকলে)
৪৬ থেকে ৪৮ দিন সিপ্রোফ্লক্সাসিন+নিউমাইসিন*
৫০ থেকে বিক্র্য় পর্যন্ত প্রোবায়োটিক
সোনালি মুরগির ঔষধের তলিকা

খেয়াল রাখবেন…

*যেকোন এন্টিবায়োটিক ব্যাবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

*এখানে একটি বহুল প্রচলিত সোনালি মুরগি পালনের ঔষধের তালিকা দেয়া হয়েছে। এর বাইরেও অনেক শিডিউল রয়েছে। ব্যবহারের সময় যেকোন একটি অনুসরন করা উচিত; একাধিক নয়।

*স্থান-কাল ভেদে এই শিডিউল পরিবর্তন, পরিমার্জন হতে পারে।

আরো পড়ুনঃ সোনালী মুরগি পালন পদ্ধতি

সোনালি মুরগির সাপ্তাহিক ঔষধের তালিকা

ঔষধের নাম সাপ্তাহিক প্রয়োগমাত্রা
এডি৩ই সপ্তাহে দুইদিন পরপর সকালের পানিতে ১ লিটার পানিতে ১ মিলি।
লিভার টনিক সপ্তাহে একদিন সকালের পানিতে ২ লিটার পানিতে ১ মিলি।
ই-সেল সপ্তাহে একদিন সকালের পানিতে ২ লিটার পানিতে ১ মিলি।
জিংক সপ্তাহে দুইদিন পরপর সকালের পানিতে ১ লিটার পানিতে ১ মিলি।
ক্যালসিয়ামসপ্তাহে একদিন বিকেলের পানিতে১ লিটার পানিতে ১ মিলি।
সোনালি মুরগির ঔষধ তালিকা

খামারে রোগ দেখা দেয়ার আগেই রোগ প্রতিরোধের ব্যাবস্থা নিতে হবে। সঠিকভাবে সোনালি মুরগিকে ভ্যাকসিন দিতে হবে। অসুস্থ বার্ড আলাদা রাখতে হবে। খামরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আশা করি প্রদত্ত সোনালি মুরগির ঔষধের তালিকা আপনাকে সাহায্য করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *