লেয়ার মুরগির ঔষধের তালিকা

লেয়ার মুরগির ঔষধের তালিকা

লেয়ার মুরগি পালনে নিয়মিতভাবে কিছু ঔষধ দেয়া উচিত। মুরগির গ্রোথ ও প্রোডাকশন সঠিক নিয়মে রাখতে কিছু মেডিসিন শিডিউল করে প্রয়োগ করা যেতে পারে। এখানে লেয়ার খামারের জন্য নিয়মিত ও সাপ্তাহিক একটি ঔষধের তালিকা দেয়া হল।

বাচ্চা ও পুলেট লেয়ার মুরগির ঔষধের তালিকা

ঔষধের নাম সাপ্তাহিক প্রয়োগমাত্রা
এডি৩ই সপ্তাহে দুইদিন পরপর সকালের পানিতে ১ লিটার পানিতে ১ মিলি।
লিভার টনিক সপ্তাহে একদিন সকালের পানিতে ২ লিটার পানিতে ১ মিলি।
ই-সেল সপ্তাহে একদিন সকালের পানিতে ২ লিটার পানিতে ১ মিলি।
জিংক সপ্তাহে দুইদিন পরপর সকালের পানিতে ১ লিটার পানিতে ১ মিলি।
ক্যালসিয়ামসপ্তাহে একদিন বিকেলের পানিতে১ লিটার পানিতে ১ মিলি।
বাচ্চা ও পুলেট মুরগির ঔষধ তালিকা

ডিমপাড়া লেয়ার মুরগির ঔষধের তালিকা

ঔষধের নামসাপ্তাহিকপ্রয়োগমাত্রা
এডি৩ই সপ্তাহে দুইদিন সকালের পানিতে ২ লিটার পানিতে ১ মিলি।
লিভার টনিক সপ্তাহে একদিন সকালের পানিতে ৩ লিটার পানিতে ১ মিলি।
ই-সেলএক সপ্তাহ অন্তর পরপর দুইদিন ২ লিটার পানিতে ১ মিলি।
জিংক সপ্তাহে একদিন সকালের পানিতে ১ লিটার পানিতে ১ মিলি।
ক্যালসিয়ামসপ্তাহে একদিন বিকেলের পানিতে১ লিটার পানিতে ১ মিলি।
ডিম পারা মুরগির ঔষধ তালিকা

লেয়ার মুরগির জন্য শুধুমাত্র এই ঔষধ তালিকা যথেষ্ট নয়। নিয়মিত ভাবে খাদ্যে বেশকিছু মেডিসিন দিতে হয়। যেমন, সালমোনেলাকিলার, টক্সিন বাইণ্ডার, থিওনিন, মিথিওনিন, ভিটামিন ও মিনারেল প্রিমিক্স ইত্যাদি। তবে এইগুলি বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির ফিডে যুক্ত করা থাকে।

যদি আপনি নিজে থেকেই লেয়ার মুরগির খাদ্য তৈরী করতে চান, তবে এই মেডিসিনগুলি খাদ্যে মেশাতে হবে। লেয়ার মুরগির খাদ্য তালিকা নিয়ে আমাদের লেখাটি পড়তে পারেন।

এছাড়াও এক থেকে দুই মাস অন্তর সিআরডি কোর্স করালে মুরগী সুস্থ থাকে। তবে অবশ্যই তা ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হবে।

লেয়ার মুরগির জন্য ঔষধের পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন প্রদান খুবই জরুরী। মুরগির ভাইরাস জনিত রোগের জন্য টিকা প্রদানের বিকল্প নেয়। তাই মেডিসিনের পাশাপাশি আপনাকে নিয়মিত টিকা প্রদানও করতে হবে। লেয়ার মুরগির ভ্যাকসিন সিডিউল নিয়ে আমাদের এই লেখাটি পড়তে পারেন।

Comments

2 responses to “লেয়ার মুরগির ঔষধের তালিকা”

  1.  Avatar
    Anonymous

    ১দিন থেকে ৭৫দিন সোনালি মুরগির ঔষধ তালিকা দরকার

    1.  Avatar
      Anonymous

      দেশি মুরগির ঔষধ তালিকা দরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *