বয়স অনুসারে হাঁসের খাদ্য ব্যবস্থাপনা

হাঁসের_খাদ্য_তালিকা

বয়স অনুসারে হাঁসের খাদ্য ব্যবস্থাপনা বিভিন্ন হয়ে থাকে। যেমন বাচ্চার খাবারে কমপক্ষে ২১% প্রোটিন দরকার। অন্যদিকে ডিম পারা হাঁসের দরকার ১৬% । এনার্জি ও ক্যালসিয়াম চাহিদাও ভিন্ন রকম হয়। তাই সঠিক খাদ্য ব্যবস্থাপনার জন্য বয়স অনুসারে রেশন তৈরি করা গুরুত্বপূর্ন।

হাঁসের খাদ্য তালিকা

বাচ্চা হাঁসের খাদ্য তালিকা

নিচে বাচ্চা থেকে ৬ সপ্তাহ পর্যন্ত হাঁসের খাবারের একটি তালিকা দেয়া হলো।

খাদ্য উপাদানবাচ্চা হাঁস (০-৬ সপ্তাহ) কেজি
গম ভাঙা৩৬.০০ কেজি
ভুট্টা ভাঙা১৮.০০ কেজি
রাইছ পালিশ১৮.০০ কেজি
সয়াবিন মিল২২.০০ কেজি
প্রোটিন কনসেনট্রেট২.০০ কেজি
ঝিনুক চূর্ণ২.০০ কেজি
ডিসিপি১.২৫ কেজি
ভিটামিন প্রিমিক্স০.২৫ কেজি
লাইসিন০.১০ কেজি
মিথিওনিন০.১০ কেজি
লবণ০.৩০ কেজি
মোট১০০.০০ কেজি
*তথ্য সূত্রঃ মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর

বাড়ন্ত হাঁসের খাবার তালিকা

সাধারণত বাড়ন্ত হাঁস পুকুর বা জলাশয় থেকে ৪০-৫০ গ্রাম খাদ্য খেতে পারে। তবে সম্পূরক খাদ্যের প্রয়োজন রয়েছে। নীচের চার্টে বাড়ন্ত হাঁসের খাদ্য তালিকা দেয়া হলো।

খাদ্য উপাদানবাড়ন্ত হাঁস (৭-১৯সপ্তাহ) কেজি
গম ভাঙা৩৬.০০ কেজি
ভুট্টা ভাঙা১৮.০০ কেজি
রাইছ পালিশ১৭.০০ কেজি
সয়াবিন মিল২৩.০০ কেজি
প্রোটিন কনসেনট্রেট২.০০ কেজি
ঝিনুক চূর্ণ২.০০ কেজি
ডিসিপি১.২৫ কেজি
ভিটামিন প্রিমিক্স০.২৫ কেজি
লাইসিন০.১০ কেজি
মিথিওনিন০.১০ কেজি
লবণ০.৩০ কেজি
মোট১০০.০০ কেজি
*তথ্য সূত্রঃ মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর

প্রাকৃতিক খাদ্য না দিতে পারলে ডিম পারা খাকী ক্যাম্পবেল হাঁসকে দৈনিক ১৭৬ গ্রাম হারে এবং জিন্ডিং হাঁসকে দৈনিক ১৬০ গ্রাম হারে খাদ্য দিতে হবে। বেইজিং হাসকে ২০০ গ্রাম খাদ্য দেয়া প্রয়োজন।

ডিম পারা হাঁসের খাদ্য তালিকা

খাদ্য উপাদানডিমপাড়া হাঁস (২০ সপ্তাহ ও তদূর্ধ) কেজি
গম ভাঙা৩৬.০০ কেজি
ভুট্টা ভাঙা১৬.০০ কেজি
রাইছ পালিশ১৭.০০ কেজি
সয়াবিন মিল২৩.০০ কেজি
প্রোটিন কনসেনট্রেট২.০০ কেজি
ঝিনুক চূর্ণ৩.৫০ কেজি
ডিসিপি১.৭ ৫ কেজি
ভিটামিন প্রিমিক্স০.২৫ কেজি
লাইসিন০.১০ কেজি
মিথিওনিন০.১০ কেজি
লবণ০.৩০ কেজি
মোট১০০.০০ কেজি
*তথ্য সূত্রঃ মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর

হাঁসের সম্পূরক খাবার

হাঁসের খাদ্য ব্যবস্থাপনা হিসেবে সাধারন ভাবে নিচের তালিকাটিও অনুসরণ করা যেতে পারে।

খাদ্য উপাদান   (০-১৮ সপ্তাহ) পরিমাণ
গম ভাঙা ৪৫
চালের কুঁড়া২০
গমের ভুষি ১২
তিলের খৈল ১২
শুটকি মাছের গুঁড়া ১০
লবন ০.৫
ভিটামিন ০.২৫
মোট১০০.০০

ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে নিচের সম্পূরক খাদ্যে তালিকাটি অনুসরন করা যেতে পারে (১৯ সপ্তাহ থেকে তদুর্ধে)

খাদ্য উপাদান   (১৯ সপ্তাহ ও তদূর্ধ) পরিমাণ
গম ভাঙা ৪০
চালের কুঁড়া২৫
গমের ভুষি
তিলের খৈল ১২
শুটকি মাছের গুঁড়া ১০
ঝিনুক ভাঙা৭.৫
লবন ০.৫
ভিটামিন ০.২৫
মোট১০০.০০

দুঃখজনক হলেও সত্য যে হাঁসের জন্য এখনো তেমন কোন রিসার্চ বা গবেষনা করা হয়নি। হাঁসের প্রয়োজনীয় পুষ্টিমান সম্পর্কে বিভিন্ন ফলাফলের মানের উপর নির্ভর করতে হয়। আমাদের প্রদত্ত খাদ্য তালিকাটি বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর হতে সংগৃহীত।

Comments

2 responses to “বয়স অনুসারে হাঁসের খাদ্য ব্যবস্থাপনা”

  1. Amanoth Islam Amin Avatar
    Amanoth Islam Amin

    Koto piss haser jonno ai talika seta bujlam na?

    1. Poultry Gaints Avatar

      এখানে একশত কেজি খাবার তৈরির মোট হিসাব দেয়া হয়েছে। আপনার হাস যতটুকু খাবে ততটুকু দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *