ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা

অসম্ভব রোগ প্রতিরোধি ও ডিম পারার জন্য ফাউমি মুরগি পালন বেশ জনপ্রিয়। সোনালি মুরগির প্যারেন্টস স্টক তৈরীতে ফাউমি মুরগি পালন করা হয়ে থাকে। সাধারণভাবে ফাউমি মুরগি বেশ কিছু রোগ প্রতিরোধি। যেমন ম্যারেক্স ডিজিজ। তবে ফাউমি মুরগির খামার করতে চাইলে আপনাকে বেশ কিছু রোগের প্রতিরোধ ব্যাবস্থা নিতে হবে।

রোগ প্রতিরোধ ব্যবাস্থার জন্য ভ্যাকসিন দেয়া একটি কার্যকারী পন্থা। আপনার খামারকে রোগ মুক্ত ও নিরাপদ রাখতে চাইলে সঠিকভাবে ভ্যাকসিন শিডিউল ও জৈব নিরাপত্তা মেনে চলার পরামর্শ দেয়া হলো।

নিচের টেবিলে ফাউমি মুরগির একটি প্রস্তাবিত ভ্যাকসিন সিডিউল দেয়া হলো।

ফাউমি মুরগির প্রস্তাবিত টিকাদান কর্মসূচি

বয়সরোগের নামভ্যাকসিনের নামপ্রকৃতিপ্রয়োগ পদ্ধতি
১-৩ দিনরাণীক্ষেত+ ব্রংকাইটিসআইবি+ এনডিলাইভচোখে ফোঁটা
৭-৯ দিনগামবোরোআই বি ডিলাইভফুখে ফোঁটা
১৬-১৭ দিনরাণীক্ষেতল্যাসোটালাইভচোখে ড্রপ
১৮-২০ দিনগামবোরোআই বি ডিলাইভখাবার পানিতে
২৪-২৮ দিনএভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু)এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1)কিল্ডচামড়ার নিচে ইনজেকশন
৩০-৩৫ দিনফাউল পক্সফাউল পক্সডি এন এ লাইভডানায়সূচ ফুটানো
৬-৭ সপ্তাহরাণীক্ষেতএনডিকিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
৮ সপ্তাহফাউল কলেরাফাউল কলেরাকিল্ডনির্দেশনা মোতাবেক
৯ সপ্তাহইনফেকশাস করাইজা, সালমোনেলাকরাইজা + সালমোনেলাকিল্ড
লাইভ
নির্দেশনা মোতাবেক
১২ সপ্তাহফাউল কলেরাফাউল কলেরাকিল্ডনির্দেশনা মোতাবেক
১৫-১৬ সপ্তাহএভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু)এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1)কিল্ডচামড়ার নিচে ইনজেকশন
১৬ সপ্তাহকরাইজা, সালমোনেলা, রাণীক্ষেত, ব্রংকাইটিসজি + এনডি +আইবি কিল্ডনির্দেশনা মোতাবেক
ফাউমি মুরগির ভ্যাকসিন সিডিউল

বিশেষ নোটঃ

প্রতি ৬ মাস অন্তর রানীক্ষেত কিল্ড ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন টাইটার কমে গেলে লাইভ ভ্যাকসিন করা যেতে পারে। সালমোনেলা রোগের ভ্যাকসিন প্রয়োগ করার পূর্বে মুরগি সালমোনেলা মুক্ত কিনা পরীক্ষা করে নিলে ভ্যাকসিন কার্যকর হয়ে থাকে।

মুরগির ভ্যাকসিন সিডিউল যেসব বিষয়ের উপর নির্ভর করে

উল্লেখ্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ভ্যাকসিন বাজারজাত করে থাকে। এক্ষেত্রে রোগের নাম অনুযায়ী ভ্যাকসিন নির্বাচন করতে হবে।

এলাকা আবাহাওয়া, মুরগির স্বাস্থ ইত্যাদি বিবেচনায় উল্লেখিত ভ্যাকসিন সিডিউল পরিবর্তন করা যেতে পারে।

আরো পড়তে পারেন..

Comments

4 responses to “ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা”

  1. jashim Avatar
    jashim

    আসসালামু আলাইকুম। আমি মো জাসিম উদ্দীন।ঠিকানা ফৌজদার হাট, চট্রগ্রাম।
    আমি ফাউমি মুরগি পালন করতে চাচ্ছি। এখন কথা হলো আমি এই ব্যপারে প্রশিক্ষণ নিতে চাচ্ছি। আমাকে কেউ জানাবেন কোথায় প্রশিক্ষণ নিতে হবে।ধন্যবাদ।

    1. Md Eiasin Hossain Avatar
      Md Eiasin Hossain

      আপনার ইউনিয়নের এগিয়ে গিয়ে যোগাযোগ করুন

  2. মোঃ খবির হোসেন Avatar
    মোঃ খবির হোসেন

    আসসালামু আলাইকুম,, আমি নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে বলছি, আমি ১০০ ফাউমি মুরগির বাচ্চা প্রয়োজন,, কিন্তু কোথায় ভালো মানের বাচ্চা পাওয়া যাবে সেটা জানা নাই,, কেউ জানলে দয়া করে জানাবেন প্লিজ

  3.  Avatar
    Anonymous

    আমি একজন প্রবাসী দেশে ফিরে এসে খামার করতে চাচ্ছি,, এবং মুরগি নিয়ে কাজ করতে চাই,, ধন্যবাদ, আপনাদের মতামত জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *