ফাউমি মুরগির খাবার তালিকা ।। যেভাবে তৈরি করবেন ফাউমি মুরগির খাদ্য

ফাউমি মুরগি পালন অন্যান্য মুরগির তুলনায় সহজ। সাধারন খাদ্যে ভালো এরা তুলনামূলক প্রোডাকশন দিয়ে থাকে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অন্যন্য। তবে ডিমের জন্য ফাউমি মুরগি পালন করা হলে, সঠিক নিয়মে ফাউমি মুরগির খাদ্য তালিকা প্রনয়ন করতে হবে।

ফাউমি মুরগির খাদ্য তালিকা করতে কয়েকটি বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন। যেমন বয়স, পালনের উদ্দেশ্য, আবহাওয়া, পুষ্টিমান ইত্যাদি। সাধারণত এক মাস বয়স পর্যন্ত স্টার্টার, বাড়ন্ত সময়ে গ্রোয়ার ও ডিম পাড়ার সময়ে লেয়ার ফিড সরবরাহ করা হয়ে থাকে।

যথাযথ পুষ্টিমান জেনে আপনি সহজেই ফাউমি মুরগির খাদ্য তৈরী করতে পারেন।

ফাউমি মুরগি সম্পর্কে আরো জানতে পড়ুনঃ ফাউমি মুরগি সম্পর্কে দরকারী তথ্য

বয়স অনুসারে ফাউমি মুরগিকে সাধারণত ৩-৫ ধরণের খাবার দেয়া হয়।

খাবারের নামবয়স (সপ্তাহ)
স্টার্টার০-৬ সপ্তাহ
গ্রোয়ার৭-১৪ সপ্তাহ
লেয়ার ১১৫-৪৫ সপ্তাহ
লেয়ার ২৪৬-৯৫ সপ্তাহ

ফাউমি মুরগির খাদ্য তালিকা

ফাউমি মুরগির জন্য ১০০ কেজি খাবার তৈরির একটি তালিকা দেয়া হলো।

উপাদানস্টার্টারগ্রোয়ারলেয়ার ১লেয়ার ২
ভূট্টা৫২ কেজি৫৪কেজি৫৫ কেজি৫৬ কেজি
সয়াবিন মিল২৫ কেজি২৪ কেজি২২ কেজি২২ কেজি
রাইচ পালিশ১০ কেজি১০ কেজি৮ কেজি৭.৫ কেজি
প্রোটিন ৬০%৮ কেজি৫ কেজি৪ কেজি৩ কেজি
লাইমস্টোন / ঝিনুক চূর্ণ২ কেজি২.৫ কেজি৮ কেজি১০ কেজি
লবণ৩০০ গ্রাম২৮০ গ্রাম২৮০ গ্রাম২৮০ গ্রাম
ডিসিপি৩০০ গ্রাম৩০০ গ্রাম৫০০ গ্রাম৫০০ গ্রাম
সালমোনেলা কিলার৩০০ গ্রাম২৫০ গ্রাম৩০০ গ্রাম৩২০ গ্রাম
প্রিমিক্স২০০ গ্রাম২৫০ গ্রাম৩০০ গ্রাম৩০০ গ্রাম
ডিএল- মিথিওনিন১৫০ গ্রাম১৩৫ গ্রাম১৩০ গ্রাম১২৫ গ্রাম
এল-লাইসিন১০০ গ্রাম৯০ গ্রাম৮০ গ্রাম৬০ গ্রাম
কোলিন ক্লোরাইড৬০ গ্রাম৫০ গ্রাম৫০ গ্রাম৫০ গ্রাম
টক্সিন বাইন্ডার১২৫ গ্রাম১৩৫ গ্রাম১৫০ গ্রাম১৫০ গ্রাম
সোডা৫০ গ্রাম৭৫ গ্রাম
সয়াবিন তেল২০০ গ্রাম১৫০ গ্রাম১০০ গ্রাম
মোটঃ১০০ কেজি১০০ কেজি১০০ কেজি১০০ কেজি

ফাউমি মুরগি খাদ্য পুষ্টিমান চাহিদা

বয়স অনুযায়ী খাবারে পুস্টিগুণের চাহিদা পরিবর্তন হয়। শীত গরম অনুযায়ী এনার্জি কম বেশি হয়। ফাউমি মুরগির খাদ্য তৈরিতে নিম্নলিখিত চার্টটি বিবেচনায় রাখতে হবে।

পুষ্টি উপাদানস্টার্টারগ্রোয়ারলেয়ার ১লেয়ার ২
মেটাবলিক এনার্জি (kcal/kg)২৭৫০-২৯৫০২৭০০-২৮৫০২৭৮০-২৯০০২৭৫০-২৯০০
ক্রুড প্রোটিন (g/day)২০-২২১৭-১৯১৬-১৭১৬-১৭
লাইসিন (mg/day)৯৫০-১১১০৮০০-৭৯০৬২০-৬৮০৬৭০-৭৪০
মিথিওনিন (mg/day)৪৫০-৪৯০৩৯০-৪৩০৩৫০-৩৮০৩৪০-৩৭০
ক্যালসিয়াম (g/day)২.৬০২.৮০-৩.৯০
সোডিয়াম ও ক্লোরাইড (mg/day)২০০১৮০১৮০১৮০
থিওনিন (mg/day)৬৫০-৭৮০৫৫০-৬৪০৫৫০-৫৮০৫০০-৫৬০
সোনালি মুরগির খাবার

বিশেষ নোটঃ উল্লেখিত তালিকাতে সয়াবিন তেল ওজন ধরা হয়নি। এবং টক্সিন বাইন্ডার, সালমোনেলা কিলার, ভিটামিন-মিনারেলস প্রিমিক্স প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে।

ফিড এডিটিভস সমূহঃ

এনজাইম৬০ গ্রাম৫০ গ্রাম৮০ গ্রাম৭৫ গ্রাম
প্রোবায়োটিক৬০ গ্রাম৫০ গ্রাম৪৫ গ্রাম৪৫ গ্রাম৪৫ গ্রাম
ককসিডিওস্ট্যাট৩০ গ্রাম৩৫ গ্রাম
ফাইটেজ০.৭৫ গ্রাম০.৭৫ গ্রাম
থিওনিন৬০ গ্রাম৫০ গ্রাম৩৫ গ্রাম৪৫ গ্রাম৪০গ্রাম

বিশেষ নোটঃ খামারের মুরগির স্বাস্থ, উৎপাদন, খাদ্য উপাদানের গুণগত মান ও আবহাওয়ার তারতম্যের কারণে এ খাদ্য তালিকাটিতে পরিবর্তন করা যেতে পারে।

উল্লেখ্য যে, খাদ্য তালিকায় উল্লেখিত ফিড এডিটিভস সমূহে প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে অথবা অভিজ্ঞ ভেটেরিনারিয়ান কর্তৃক পরিবর্ধন বা পরিমার্জন করা যেতে পারে।

আরো পড়ুনঃ যেভাবে তৈরি করবেন সোনালি মুরগির খাবার

8 thoughts on “ফাউমি মুরগির খাবার তালিকা ।। যেভাবে তৈরি করবেন ফাউমি মুরগির খাদ্য”

  1. আসসালামু আলাইকুম
    আমি একেবারে নতুন ২৬ দিনের ১০০ বাচ্চা কিনেছি ৪০/৪২ দিন থেকে বাচ্চা গুলো মারা যেতে শুরু করে এখন ২৫/৩০ আছে এখনো অসুস্থ আমাকে যদি কেউ সঠিক পরামর্শ দিতেন তাহলে উপকৃত হবো আমার নাম্বার যদি কোন হৃদয়বান ব্যাক্তির নলরে আশে তাহলে দয়া করে কল দিয়ে সাহায্য করবেন
    Md Omer Faruk 01859009943

    Reply
    • মনে হচ্ছে আপনি কোন ভ্যাক্সিন দিতে ভুলে গেছেন। দ্রুত নিকটস্থ ভেটেনারী ডাক্তার দেখান।

      Reply

Leave a Comment