হাঁসের ডাক প্লেগ রোগের লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি

হাঁসের অন্যতম একটি মারাত্বক রোগ হচ্ছে ডাক প্লেগ। ৯০ থেকে ১০০% পর্যন্ত মারা যেতে পারে এই ডাক প্লেগ রোগে। এ রোগের অপর নাম ডাক ভাইরাস এন্টারাইটিস। ডাক প্লেগ হারপেস (Herpes) গ্রুপের এক প্রকার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়।

আমাদের দেশে সবথেকে বেশি দেখা যায় এই ডাক প্লেগ রোগ। তবে সরকারিভাবে এটির টিকা রয়েছে।

লক্ষণসমূহ

  • হঠাত আক্রান্ত হয় (একিউট) এবং অনেক মারা যায় যেতে থাকে।
  • খাদ্য কম ও কিন্তু পানি বেশি খায়।
  • পালক এলোমেলো ও পাখনার উপর ভর করে ঝিমাতে থাকে।
  • চোখের পাতা ফুলে যায়,পানি পড়ে ও ময়লা জমে।
  • ঘাড় পাশে বা পিছনের দিকে বেকে যায় ও মারা যায়।
  • মাথা ঘাড় ঘুরতে থাকে ও মারা যায়।
  • ময়নাতদন্ত করলে হাঁসের হৃদপিণ্ড, কলিজা এবং ডিম্বথলিতে জমাটবাঁধা রক্ত পাওয়া যায়।

চিকিৎসা

রেনামাইসিন বা ইএস বি ৩ দেয়া যেতে পারে।

নিয়মিত টিকা প্রাদান করতে হবে। ১ম বার ২১-২৮দিনে, ২য় বার ৩৬-৪৩ দিনে বুকের মাংসে।পরবর্তিতে   ৪-৫ মাস পর পর।

সরকারী টিকা ১০০ ডোজ, ১০০ মিলি পরিষ্কার পানির সাথে মিশিয়ে বুকের মাংসে 1ml করে ইনজেকশন দিতে হবে।

প্রতিরোধ ও সতর্কতা

সঠিকভাবে হাসের ভ্যাক্সিন সিডিউল মেনে চলতে হবে। হাঁসকে ভালোমানের খাদ্য দিতে হবে।অসুস্থ হাঁসকে আলাদা করে চিকিৎসা দিতে হবে। 

Leave a Comment