অল্প পুঁজি ও কম রোগাক্রান্ত হওয়ার কারনে দিন দিন আমাদের দেশে হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে। হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভাল হলেও বেশ কিছু ভাইরাসজনিত সংক্রামক রোগে হাঁস মারা যেতে পারে। তাই হাঁস পালনের জন্য টিকা প্রদান বা হাঁসের ভ্যাকসিন সিডিউল খুব জরুরী।
হাঁস বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তবে আমাদের দেশে ডাক প্লেগ ও ডাক কলেরার কারনে হাঁসের মৃত্যুর রেকর্ড সবথেকে বেশী। তাই মূলত এই দুটি রোগের টিকা প্রদানের জন্য সরকারি ভাবে বলা হয়ে থাকে।
হাঁসের টিকা প্রদান কর্মসূচি নিচে দেওয়া হলোঃ
বয়স (দিন) | টিকার নাম | রোগের নাম | টিকার ডোজ | টিকা প্রাদানের স্থান |
২০-২২ | ডাক প্লেগ | ডাক প্লেগ | ১ মিলি | বুকের চামড়ার নীচে |
৪০-৪২ | ডাক প্লেগ | ডাক প্লেগ | ১ মিলি | বুকের চামড়ার নীচে |
৭০ | ডাক কলেরা | ডাক কলেরা | ১ মিলি | বুকের চামড়ার নীচে |
৯০ | ডাক কলেরা | ডাক কলেরা | ১ মিলি | বুকের চামড়ার নীচে |
১০০ | ডাক প্লেগ | ডাক প্লেগ | ১ মিলি | বুকের বা রানের মাংসে |
*এরপর প্রতি চার মাস অন্তর ডাক প্লেগ টিকা এবং ৬ মাস অন্তর ডাক কলেরা টিকা প্রদান করাতে হবে।
*উল্ল্যেখ্য বার্ড ফ্লুর প্রভাব বেশী থাকলে চার মাসে বার্ড ফ্লু টিকা দিতে হবে।
হাঁসের ভ্যাকসিন কোথায় পাওয়া যায়
আমাদের দেশে সরকারি পশু হাসপাতাল গুলিতে হাঁসের ভ্যাক্সিন পাওয়া যায়। এছাড়াও দেশীয় ভাবে ‘এফ এন এফ’ কোম্পানি হাঁসের ডাক প্লেগ ও ডাক কলেরার ভ্যাকসিন প্রস্তুত করে থাকে। বিদেশ থেকেও বেশ কিছু কোম্পানি ভ্যাকসিন আমদানি করে থাকে।
হাঁসের ভ্যাকসিন দেওয়ার নিয়ম
ডাক প্লেগ ১০০ ডোজের ভ্যাকসিন ১০০ মিলি পরিস্কার পানির সাথে ভালোভাবে মিশিয়ে ভ্যাকসিন গান অথবা ইঞ্জেকশনের মাধ্যমে প্রইয়োগ করা হয়। ডাক কলেরার ভ্যাকসিন লাইভ হলে একই নিয়মে দিতে হবে। কিল্ড হলে সরাসরি প্রয়োগ করা যায়।
হাঁসের ভ্যাকসিন এর দাম
সরকারি ভাবে হাঁসের ভ্যাকসিনের মূল্য ১০০ ডোজের দাম ৩০ টাকা মাত্র। বেসরকারি ভাবে কোম্পানি ভেদে ভিন্ন দাম হতে পারে।
আমি একটি হাসের খামার দিছি। তাতে ৪০০ টা হাস আছে। তাই আমি আপনাদের কাছে একটি প্ররমাস চাই কি ভাবে করে ভালো হয়া।
আমি ২৪ টা হাসের বাচ্চা দিয়ে শুরু করছি আজকে প্রায় ৩ দিন বয়স এখন কি কি করবো যদি দয়া করে কেউ বলেন
হাসের রোগ-বালাই তেমন নেই বললেই চলে। আপনি এই তালিকা অনুসরন করে নিয়মিত ভ্যাকসিন প্রদান করবেন। ভালো মানের খাদ্য ও সঠিক পরিচর্যা করবেন। প্রয়োজন না পড়লে একমাসের আগে পানিতে নামতে দিবেন না। হাসের বাচ্চার পরিচর্যা সম্পর্কে জানতে আমাদের এই লেখাটি পড়তে পারেন।
হাঁসের বাচ্চা পালন পদ্ধতি
seb- 1,,, lisovit,,,, এ দুইটা দশদিনের ডোজ কমপ্লিট করুন,,,,, অতঃপর নিজ উপজেলা প্রানী সম্পদ থেকে ভ্যাকসিন সংগ্রহ করে, ভ্যাকসিন প্রয়োগ করুন।
আমি ৮ টা কলমি হাসের বাচ্চা এবং তার মা হাস পেয়েছি।আমি কলমি হাসের খামার দিব।কলমি হাসকে অনেকে বালি হাস ও বলে থাকে।আমার পরামর্শের দরকাক
ভাই, বালি হাস কোথায় পেলেন? আমার দরকার। কোথায় পাব?