হাঁসের ঔষধ তালিকা

হাঁস পালনে অনেকেই প্রশ্ন করে থাকেন হাঁসের ঔষধ তালিকা নিয়ে। হাঁস পালনে সবথেকে গুরুত্বপূর্ন হল বাচ্চাকে সঠিক পরিচর্যা করা। হাঁসের বাচ্চা যদি ২ থেকে ৩ মাস পর্যন্ত সঠিকভাবে বড় করা যায়, তবে হাঁস পালনে লাভবান হওয়া যায়। নিচে আমরা ৩ মাস পর্যন্ত হাঁসের বাচ্চার ঔষধ তালিকা দিয়েছি।

হাঁসের বাচ্চা পালনে ঔষধ তালিকা

  • ১ থেকে ৩ দিন – কসুমিক্স প্লাস দুইবেলার পানিতে।
  • ৭ থেকে ১২ দিন – থায়াবিন প্লাস। সকালে একবেলা পানিতে।
  • ২০ তম দিন- ডাক প্লেগ ভ্যাক্সিন। ১ মিলি বুকের চামড়ার নিচে।
  • ২২ থেকে ২৫ দিন – জিংকভেট, বিকালের পানিতেপানিতে খাবারের সাথে মিশিয়ে।
  • ৩৫ থেকে ৩৮ দিন – ই সেল, একবেলার পানিতে খাবারের সাথে মিশিয়ে।
  • ৪০ তম দিন- ডাক প্লেগ ভ্যাক্সিন। ১ মিলি বুকের চামড়ার নিচে। (বুস্টার ডোজ)
  • ৪৩ থেকে ৪৭ দিন – রেনামাইসিন, দুইবেলা। খাবারের সাথে মিশিয়ে।
  • ৭০ তম দিন- ডাক কলেরা ভ্যাক্সিন। ১ মিলি বুকের চামড়ার নিচে।
  • ৯০ তম দিন- ডাক কলেরা ভ্যাক্সিন। ১ মিলি বুকের চামড়ার নিচে। (বুস্টার ডোজ)

হাঁসের টিকা নিয়ে বিস্তারিত জানতে পড়ুনঃ হাঁসের ভ্যাকসিন সিডিউল

হাঁসের বাচ্চা

নিচের ঔষধ গুলি নিয়মিত হাসকে খাওয়ালে হাঁস সুস্থ থাকে।

ঔষধ মাত্রাপ্রদানের সময়
ডব্লিউ এস (WS) ৩ লিটার পা্নিতে ১ গ্রামসপ্তাহে ২-৩ দিন ৪ সপ্তাহ বয়স পর্যন্ত।
ভিটামিন এডি৩ই (AD3E)৩ লিটার পা্নিতে ১ গ্রামসপ্তাহে ১-২ দিন, বিশেষ করে ডিম পাড়ার সময়ে।
ই-সেল (E-Sel)৩ লিটার পা্নিতে ১ গ্রামসপ্তাহে ১-২ দিন, বিশেষ করে ডিম পাড়ার সময়ে।
জিংকভেট ২ লিটার পা্নিতে ১ গ্রামসপ্তাহে ১-২ দিন নিয়মিত।
রেনামাইসিন২ কেজি খাদ্যে ১ গ্রাম ১ থেকে ২ মাস অন্তর ৩ থেকে ৫ দিন।
হাঁসের ঔষধ তালিকা

রোগের উপর ভিত্তি করেই হাঁসের বাচ্চার ঔষধ তালিকা করতে হবে। মনে রাখা দরকার চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাই উত্তম। এজন্য খামারে যাতে রোগের আক্রমন দেখা না দিতে পারে তার জন্য যথাযত টিকা প্রদান করতে হবে।

নিয়মিত বিরিতিতে মাল্টি-ভিটামিন দেয়া ভালো। জৈব নিরাপত্তা মেনে চলতে হবে। অসুস্থ হলে ভেটেনারিয়ানের পরামর্শ নিতে হবে।

Leave a Comment