সোনালি মুরগির খাদ্য তালিকা করতে কয়েকটি বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন। যেমন বয়স, পালনের উদ্দেশ্য, আবহাওয়া, পুষ্টিমান ইত্যাদি। সাধারণত এক মাস বয়স পর্যন্ত স্টার্টার, বাড়ন্ত সময়ে গ্রোয়ার ও ডিম পাড়ার সময়ে লেয়ার ফিড সরবরাহ করা হয়ে থাকে। যথাযথ পুষ্টিমান জেনে আপনি সহজেই সোনালি মুরগির খাদ্য তৈরী করতে পারেন।
বয়স অনুসারে সোনালি মুরগির জন্য সাধারণত ৩-৫ ধরণের খাবার দেয়া হয়।
খাবারের নাম | বয়স (সপ্তাহ) |
স্টার্টার | ০-৬ সপ্তাহ |
গ্রোয়ার | ৭-১২ সপ্তাহ |
প্রিলেয়ার | ১৩-১৭ সপ্তাহ |
লেয়ার ১ | ১৮-৪৫ সপ্তাহ |
লেয়ার ২ | ৪৬-৯৫ সপ্তাহ |
সোনালি মুরগি খাদ্য পুষ্টিমান চাহিদা
বয়স অনুযায়ী খাবারে পুস্টিগুণের চাহিদা পরিবর্তন হয়। শীত গরম অনুযায়ী এনার্জি কম বেশি হয়। সোনালি মুরগির খাদ্য তৈরিতে নিম্নলিখিত চার্টটি বিবেচনায় রাখতে হবে।
পুষ্টি উপাদান | স্টার্টার | গ্রোয়ার | প্রিলেয়ার | লেয়ার ১ | লেয়ার ২ |
মেটাবলিক এনার্জি (kcal/kg) | ২৮৫০-৩০৫০ | ২৮০০-৩০০০ | ২৭৫০-২৯৫০ | ২৭৮০-২৯৮০ | ২৭৫০-২৯৯০ |
ক্রুড প্রোটিন (g/day) | ২০-২২ | ১৮-২০ | ১৫.৫-১৭.৫ | ১৬.৫-১৮.৫ | ১৬-১৬.৫ |
লাইসিন (mg/day) | ৯৫০-১১১০ | ৮২০-৮৯০ | ৭২০-৭৫০ | ৭২০-৭৮০ | ৬৭০-৭৪০ |
মিথিওনিন (mg/day) | ৪৫০-৪৯০ | ৩৯০-৪৩০ | ২৮০-৩০০ | ৩৫০-৩৮০ | ৩৪০-৩৭০ |
ক্যালসিয়াম (g/day) | ১ | ১ | ০.৯০ | ২.৬০ | ২.৮০-৩.৯০ |
সোডিয়াম ও ক্লোরাইড (mg/day) | ২০০ | ১৮০ | ১৭০ | ১৮০ | ১৮০ |
থিওনিন (mg/day) | ৬৫০-৭৮০ | ৫৫০-৬৪০ | ৪৩০-৫১০ | ৫৫০-৫৮০ | ৫০০-৫৬০ |
সোনালি মুরগির খাদ্য তালিকা
সোনালি মুরগির জন্য ১০০ কেজি খাবার তৈরির একটি তালিকা দেয়া হলো।
উপাদান | স্টার্টার | গ্রোয়ার | প্রিলেয়ার | লেয়ার ১ | লেয়ার ২ |
ভূট্টা | ৫১ কেজি | ৫২.৫ কেজি | ৫৪ কেজি | ৫৫ কেজি | ৫৬ কেজি |
সয়াবিন মিল | ২৬ কেজি | ২৫ কেজি | ২২.৫ কেজি | ২৩ কেজি | ২২ কেজি |
রাইচ পালিশ | ১০ কেজি | ১০ কেজি | ১২ কেজি | ৮ কেজি | ৭.৫ কেজি |
প্রোটিন ৬০% | ৮ কেজি | ৭ কেজি | ৫.৫ কেজি | ৪ কেজি | ৩ কেজি |
লাইমস্টোন / ঝিনুক চূর্ণ | ২ কেজি | ২.৫ কেজি | ৩ কেজি | ৮ কেজি | ১০ কেজি |
লবণ | ৩০০ গ্রাম | ২৮০ গ্রাম | ২৫০ গ্রাম | ২৮০ গ্রাম | ২৮০ গ্রাম |
ডিসিপি | ৩০০ গ্রাম | ৩০০ গ্রাম | ২৫০ গ্রাম | ৫০০ গ্রাম | ৫০০ গ্রাম |
সালমোনেলা কিলার | ৩০০ গ্রাম | ২৫০ গ্রাম | ২৫০ গ্রাম | ৩০০ গ্রাম | ৩২০ গ্রাম |
প্রিমিক্স | ২০০ গ্রাম | ২৫০ গ্রাম | ২০০ গ্রাম | ৩০০ গ্রাম | ৩০০ গ্রাম |
ডিএল- মিথিওনিন | ১৫০ গ্রাম | ১৩৫ গ্রাম | ১২০ গ্রাম | ১৩০ গ্রাম | ১২৫ গ্রাম |
এল-লাইসিন | ১০০ গ্রাম | ৯০ গ্রাম | ৭০ গ্রাম | ৮০ গ্রাম | ৬০ গ্রাম |
কোলিন ক্লোরাইড | ৬০ গ্রাম | ৫০ গ্রাম | ৪০ গ্রাম | ৫০ গ্রাম | ৫০ গ্রাম |
টক্সিন বাইন্ডার | ১২৫ গ্রাম | ১৩৫ গ্রাম | ১৫০ গ্রাম | ১৫০ গ্রাম | ১৫০ গ্রাম |
সোডা | – | – | – | ৫০ গ্রাম | ৭৫ গ্রাম |
সয়াবিন তেল | ২০০ গ্রাম | ১৫০ গ্রাম | – | ১০০ গ্রাম | – |
মোটঃ | ১০০ কেজি | ১০০ কেজি | ১০০ কেজি | ১০০ কেজি | ১০০ কেজি |
বিশেষ নোটঃ উল্লেখিত তালিকাতে সয়াবিন তেল ওজন ধরা হয়নি। এবং টক্সিন বাইন্ডার, সালমোনেলা কিলার, ভিটামিন-মিনারেলস প্রিমিক্স প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে।
ফিড এডিটিভস সমূহঃ
উপাদান | স্টার্টার | গ্রোয়ার | প্রিলেয়ার | লেয়ার ১ | লেয়ার ২ |
এনজাইম | – | ৬০ গ্রাম | ৫০ গ্রাম | ৮০ গ্রাম | ৭৫ গ্রাম |
প্রোবায়োটিক | ৬০ গ্রাম | ৫০ গ্রাম | ৪৫ গ্রাম | ৪৫ গ্রাম | ৪৫ গ্রাম |
ককসিডিওস্ট্যাট | ৩০ গ্রাম | ৩৫ গ্রাম | – | – | – |
ফাইটেজ | – | – | – | ০.৭৫ গ্রাম | ০.৭৫ গ্রাম |
থিওনিন | ৬০ গ্রাম | ৫০ গ্রাম | ৩৫ গ্রাম | ৪৫ গ্রাম | ৪০গ্রাম |
বিশেষ নোটঃ খামারের মুরগির স্বাস্থ, উৎপাদন, খাদ্য উপাদানের গুণগত মান ও আবহাওয়ার তারতম্যের কারণে এ খাদ্য তালিকাটিতে পরিবর্তন করা যেতে পারে।
উল্লেখ্য যে, খাদ্য তালিকায় উল্লেখিত ফিড এডিটিভস সমূহে প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে অথবা অভিজ্ঞ ভেটেরিনারিয়ান কর্তৃক পরিবর্ধন বা পরিমার্জন করা যেতে পারে।
এধরনের তথ্যনির্ভর লেখা নিয়মিত পেতে আমাদের উৎসাহিত করুন। যেকোন একটি বিজ্ঞাপনে ক্লিক করুন এবং আপনার মতামত আমাদেরকে জানান।
মুরগি বিষয়ে পরামর্শ আমার জন্য অনেক ভাল হবে,,
আমার কিছু কথা বা পরামর্শ জানার দরকার
সোনালী মুরগির ক্লাসিক/হাইব্রিড প্রতিদিনের খাদ্য চাহিদার তালিকা প্রয়োজন।