লেয়ার মুরগির লাইটিং বা আলোক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিমের প্রডাকশন হার লাইটিং উপর নির্ভর করে। সঠিক নিয়মে লাইট প্রদান না করলে কাংক্ষিত ওজন আসে না। ফলে সঠিক সময়ে ডিমে আসেনা।
লেয়ার মুরগির লাইটিং শিডিউল
অঞ্চল ও মুরগির জাত অনুসারে লাইটিং শিডিউল ভিন্ন হয়ে থাকে। তবে সাধারন ভাবে আমাদের দেশের প্রেক্ষিতে নিম্নোক্ত চার্টটি অনুসরন করা যেতে পারে।
বয়স (সপ্তাহ) | আলোকপ্রদান (সময়) |
১ সপ্তাহ | ইন্টিমেন্ট প্রোগ্রাম |
২ সপ্তাহ | ২২ ঘন্টা |
৩ সপ্তাহ | ২০ ঘন্টা |
৪ সপ্তাহ | ১৮.৫ ঘন্টা |
৫ সপ্তাহ | ১৭ ঘন্টা |
৬ সপ্তাহ | ১৫.৫ ঘন্টা |
৭ সপ্তাহ | ১৪ ঘন্টা |
৮ সপ্তাহ | ১৩.৫ ঘন্টা |
৯ সপ্তাহ | ১৩ ঘন্টা |
বয়স (সপ্তাহ) | আলোকপ্রদান (সময়) |
১০-১১ সপ্তাহ | ১২ ঘন্টা |
১২ – ১৭ সপ্তাহ | শুধুমাত্র দিনের আলো |
১৮ সপ্তাহ | ১২.৩০ ঘন্টা |
১৯ সপ্তাহ | ১৩ ঘন্টা |
২০ সপ্তাহ | ১৩.৩০ ঘন্টা |
২১ সপ্তাহ | ১৪ ঘন্টা |
২২ সপ্তাহ | ১৪.৫ ঘন্টা |
২৩ সপ্তাহ | ১৫ ঘন্টা |
২৪-৮০ সপ্তাহ | ১৬ ঘন্টা |
লেয়ার মুরগির ইন্টমেন্ট লাইটিং প্রোগ্রাম :
ব্রুডিং এর সময় প্রথম সপ্তাহে ইন্টমেন্ট লাইটিংপদ্ধতি উত্তম। অর্থাৎ ৪ ঘন্টা আলো এবং দুই ঘন্টা অন্ধকার। বুঝার সুবিধার্থে নিচের ছবিটি দেখা যেতে পারে।
আলোর তীব্রতা
আলোর তীব্রতা খুব গুরুত্বপূর্ন। তীব্রতা বেশি হলে মুরগীর ঠোকরা-ঠুকরি (ক্যানিবালিজম) বেড়ে যেতে পারে। দ্রুত ডিমে চলে আসতে পারে। প্রলাপ্স বেড়ে যেতে পারে। অন্যদিকে কম হলে সঠিকভাবে ওজন বৃদ্ধি পাবেনা।
বয়স (সপ্তাহ) | তীব্রতা (লাক্স) |
১ সপ্তাহ | ৩০-৫০ লাক্স |
২ – ৪ সপ্তাহ | ২৫ লাক্স |
৫ – ১৩ সপ্তাহ | ৫-১৫ লাক্স |
১৪ – ১৭ সপ্তাহ | ১৫-২৫ লাক্স |
১৮ – ৮০ সপ্তাহ | ৩০ লাক্স |
আলোর তীব্রতা সাধারন খামারীদের বোঝার জন্য একটি সহজ উপায় উপস্থাপন করা যেতে পারে। সাধারণ খবরের কাগজ বা পত্রিকা দিয়ে বিষয়টি সহজে অনুধাবন করা যায়।
তীব্রতা (লাক্স) | বোঝার উপায় |
৩০-৫০ লাক্স | পত্রিকা স্পষ্ট পড়া যাবে। বেশীক্ষন পড়লে চোখে প্রদাহ অনুভব হবে। |
২৫ লাক্স | পত্রিকা সাধারনভাবে পড়া যাবে। |
৫-১৫ লাক্স | পত্রিকা স্পষ্টভাবে পড়া যাবেনা। |
১৫-২৫ লাক্স | পত্রিকা খেয়াল করে পড়া যাবে। |
৩০ লাক্স | পত্রিকা স্পষ্ট পড়া যাবে। |
অটোমেটিক বা কন্ট্রোল শেডের জন্য নিচের চার্টটি অনুসরন করা যেতে পারে।