মুরগির রোগ ও চিকিৎসা – রক্ত আমাশয় বা ককসিডিওসিস

মুরগির অন্যতম একটি মারাত্বক রোগ হচ্ছে রক্ত আমাশয় বা ককসিডিওসিস। যেটি মূলত আইমেরিয়া নামক এক পরিজীবি প্রোটোজোয়ার ফলে সক্রমিত হয়। সাধারনত এটি বাচ্চা মুরগিকেই বেশী ক্ষতি করে। তবে যেকোন বয়সের মুরগিরই এটি হতে পারে।

এর ফলে মোরগ-মুরগিতে সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি, খাদ্যের রূপান্তর হার হ্রাস করে এবং দৈহিক বৃদ্ধি ব্যাহত করে ।আর্দ্র পরিবেশে রোগটি সহজে ছড়ায়। তাই সাধারণত বর্ষাকালে এর প্রকোপ বেশি দেখা যায়।

প্রোল্ট্রি প্রজাতির প্রায় সবগুলোই পাখিই এর জীবানু বহন করে থাকে।

রক্ত আমাশয়
ছবিঃ উইকিপিডিয়া

ককসিডিওসিস বা রক্ত আমাশয় রোগ কি

রক্ত আমাশয় বা ককসিডিউস মুরগির অন্ত্রনালীর একটি মারাত্বক রোগ যা আইমেরিয়া নামক প্রোটোজোয়ার ফলে হয়ে থাকে। আইমেরিয়ার অনেকগুলি প্রজাতি থাকলেও সাধারনত কয়েকটি প্রজাতি ককসিডিউস রোগের জন্য দায়ী। যেমন,

  • আইমেরিয়া টেনেলা (E. tenella)
  • আইমেরিয়া ব্রুনেটি (E. brunetti)
  • আইমেরিয়া ম্যাক্সিমা (E. maxima)
  • আইমেরিয়া নেক্রোটিক্স (E. necatrix)
  • আইমেরিয়া এসারভুলিনা (E. acervulina)
  • আইমেরিয়া মেভেটি, (E. meveti)
  • আইমেরিয়া মিটিস(E. mitis)
  • আইমেরিয়া হেগেনি, (E. Hegene)
  • আইমেরিয়া প্রিকক্স (E. praecox)।
রক্ত আমাশয়
ছবি

আইমেরিয়া প্রজাতির মধ্যে আইমেরিয়া টেনেলা ও আইমেরিয়া নেক্রোটিক্স মুরগির বেশি ক্ষতি করে থাকে।

  • সোনালী মুরগীর আরও কিছু কঠিন রোগ ও তার চিকিৎসা ও ঔষধ বললেন।

  • Leave a Comment