লাভজনকভাবে ব্রয়লার পালনের জন্য নিয়মিত মুরগির ওজন বৃদ্ধি ও খাদ্য গ্রহনের চার্ট লক্ষ রাখা জরুরী। নিচে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট ও খাদ্য গ্রহনের তালিকা দেয়া হল।
বয়স (দিন) | ওজন (গ্রাম) | খাদ্য গ্রহন (গ্রাম) | দৈনিক বৃদ্ধি (গ্রাম) | মোট খাদ্য গ্রহন (গ্রাম) |
০ | ৪০-৪৪ | |||
১ | ৬২ | ১৮ | ১৩ | |
২ | ৮০ | ১৭ | ১৮ | ২৯ |
৩ | ১০১ | ২০ | ২১ | ৫০ |
৪ | ১২৪ | ২৪ | ২৩ | ৭৩ |
৫ | ১৫০ | ২৭ | ২৬ | ১০১ |
৬ | ১৭৯ | ৩১ | ২৯ | ১৩২ |
৭ | ২১১ | ৩৫ | ৩২ | ১৬৭ |
৮ | ২৪৭ | ৩৯ | ৩৫ | ২০৫ |
৯ | ২৮৬ | ৪৩ | ৩৯ | ২৪৮ |
১০ | ৩২৮ | ৪৭ | ৪২ | ২৯৬ |
১১ | ৩৭৩ | ৫২ | ৪৬ | ৩৪৭ |
১২ | ৪২২ | ৫৭ | ৪৯ | ৪০৪ |
১৩ | ৪৭৫ | ৬১ | ৫২ | ৪৬৫ |
১৪ | ৫৩১ | ৬৭ | ৫৬ | ৫৩২ |
১৫ | ৫৯০ | ৭২ | ৫৯ | ৬০৪ |
১৬ | ৬৫২ | ৭৭ | ৬২ | ৬৮১ |
১৭ | ৭১৮ | ৮৩ | ৬৬ | ৭৬৪ |
১৮ | ৭৮৬ | ৮৯ | ৬৯ | ৮৫২ |
১৯ | ৮৫৮ | ৯৪ | ৭২ | ৯৪৭ |
২০ | ৯৩৩ | ১০০ | ৭৫ | ১০৪৭ |
২১ | ১০১০ | ১০৬ | ৭৭ | ১১৫৩ |
২২ | ১০৯০ | ১১২ | ৮০ | ১২৬৫ |
২৩ | ১১৭২ | ১১৮ | ৮২ | ১৩৮৩ |
২৪ | ১২৫৭ | ১২৪ | ৮৫ | ১৫০৬ |
২৫ | ১৩৪৪ | ১৩০ | ৮৭ | ১৬৩৬ |
২৬ | ১৪৩৩ | ১৩৬ | ৮৯ | ১৭৭২ |
২৭ | ১৫২৪ | ১৪১ | ৯১ | ১৯১৩ |
২৮ | ১৬১৬ | ১৪৭ | ৯২ | ২০৬০ |
২৯ | ১৭১০ | ১৫৩ | ৯৪ | ২২১৩ |
৩০ | ১৮০৫ | ১৫৮ | ৯৫ | ২৩৭১ |
৩১ | ১৯০১ | ১৬৩ | ৯৬ | ২৫৩৪ |
৩২ | ১৯৯ | ১৬৯ | ৯৭ | ২৭০৩ |
৩৩ | ২০৯৭ | ১৭৪ | ৯৮ | ২৮৭৬ |
৩৪ | ২১৯৬ | ১৭৯ | ৯৯ | ৩০৫৫ |
৩৫ | ২২৯৫ | ১৮৩ | ১০০ | ৩২৩৮ |
৩৬ | ২৩৯৫ | ১৮৮ | ১০০ | ৩৪২৯ |
৩৭ | ২৪৯৫ | ১৯২ | ১০০ | ৩৬১৮ |
৩৮ | ২৫৯৫ | ১৯৬ | ১০০ | ৩৮১৪ |
বিঃদ্রঃ উপরোক্ত চার্ট টি বিভিন্ন বাচ্চা উৎপাদনকারী কোম্পানির ম্যানুয়াল এবং ফিল্ড থেকে সংগৃহীত ডাটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বাচ্চার জাত, বাচ্চার কোয়ালিটি, ফিডের কোয়ালিটি, ফার্মের ম্যানেজমেন্ট, বায়োসিকিউরিটি, পরিবেশ এবং সর্বোপরি রোগ-বালাইয়ের কারনে চার্টে উল্লেখিত ডাটার মান বয়স অনুযায়ী কম-বেশি হতে পারে।
উপরের টেবিল থেকে কয়েকটি বিষয় লক্ষ করা যেতে পারে। যেমন ৩৫ দিনের পর থেকে খাদ্য গ্রহন বাড়তে থাকলেও ওজন বৃদ্ধির হার কিন্তু বাড়েনা। ফলে ৩৫ দিন পর্যন্ত ব্রয়লার মুরগি পালন লাভজনক।
আরো পড়ুনঃ ব্রয়লার মুরগির খাবার তালিকা
ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায়
ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় হলো সঠিক পরিচর্যা করে ব্রয়লার মুরগি পালন করা। এর জন্য প্রথমত ভালোমানের খাদ্য দেয়া জরুরী। এছাড়াও ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ হিসেবে বিভিন্ন ভিটামিন গ্রোথ প্রোমোটার খাওয়ানো যেতে পারে।বাজারে বিভিন্ন ব্রয়লার মুরগির গ্রোথ প্রোমোটার পাওয়া যায়। যেগুলি মূলত বিভিন্ন মাল্টি ভিটামিন।ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় বা সঠিক পরিচর্যা নীচে আলোচনা করা হলো।
সঠিক ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় গুলো ধাপে ধাপে দেওয়া হলো।
- প্রথমে খামার পরিষ্কার পরিছন্ন থাকতে হবে।
- খামারে বাচ্চা আনার পূর্বে খামার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিছন্ন করতে হবে।
- খামারটি আলো-বাতাস এর পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে।
- মুরগির বাচ্চা ব্রুডারে আনার আগে প্রোবাইটিক স্প্রে করা যেতে পারে।
- বাচ্চা আনার সাথে সাথে পানির ব্যবস্থা করতে হবে।
- সুস্থ সবল ব্রয়লার মুরগির বাচ্চা খামারে আনতে হবে। একটি ভালো মানের বাচ্চার ওজন ৩৫ গ্রাম হতে হবে।
- খামারে লিটার শুকনা রাখতে হবে।
- লিটার ভেজা ভাব হলে তা পরিবর্তন করতে হবে।
- ব্রয়লার মুরগির ব্রুডিং এ তাপমাত্রা সঠিক রাখতে হবে।
- ব্রয়লার মুরগির ২ ব্যাচের মাঝে সর্বনিম্ন ১৫ দিন গ্যাপ রাখতে হবে।
- খামারের মুরগি গুলোকে সময় মত ভ্যাকসিন করতে হবে।
এই সকল বিষয় গুলো খেয়াল রাখলে ব্রয়লার মুরগির ভালো ওজন পাওয়া যাবে। মুরগির রোগ না হওয়ার ব্যবস্থা গ্রহন করতে পারলে, ব্রয়লার মুরগির ভালো ওজন পাওয়া যাবে।
মুরগি হঠাৎ করে মরে যাই পায়খানার সাদা চুনা
Augment খাওয়ান।এটা বাচ্চা ২ য় দিন থেকে খাওয়ালে বাচ্চার চুনাপায়খানা হবে না।
মুরগির রানীক্ষেত রোগ হলে মুরগির চুনা সাদা পায়খানা হয়।
এই রোগ হলে নিকটস্থ ভেটেনারি ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করতে হবে। রানীক্ষেত রোগ হলে মুরগির সাদা চুনা পায়খানা হবে মুরগি ঝিম পারবে এবং আকস্মিক মৃত্যু হবে।
মুরগির ওজন আসে না 19 দিনে 600-700 গ্রাম
Murgir thanda lagle o ojon kom ase
Doctor ar poramorsho nin
ঠিক আছে তো, ২০ দিতে আমার ১ কেজি হয়, সমস্যা নেই, পরিচর্যা নেয় ভালোভাবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।