দেশি মুরগির খাদ্য তালিকা অন্য মুরগির থেকে তুলনামূলক কম খরচে করা যায়। সাধারনত দেশি মুরগিকে ছেড়ে লালন পালন করা হয়। ফলে মুরগি বিভিন্ন খাদ্য উচ্ছিষ্ট খেয়ে থাকে। তবে বানিজ্যিকভাবে বা খামারে দেশি মুরগি পালন করলে যথাযথ মান সম্পন্ন খাবার দিতে হবে।
এখানে আমরা উন্নতমানের দেশি মুরগির খাবার তালিকা এবং প্রাকৃতিক উপায়ে অল্প খরচে দেশি মুরগির খাদ্য তৈরি পদ্ধতি সম্পর্কে জানবো।
দেশি মুরগির খাবার তৈরি: দেশি মুরগির খাবার তৈরি করতে প্রয়োজন গম বা ভুট্টা ভাঙ্গা, সয়াবিন মিল, রাইছ পালিশ বা ধানের কুড়া ইত্যাদি।
দেশি মুরগি সম্পর্কে আরো জানতে পড়ুনঃ দেশি মুরগি সম্পর্কে দরকারী তথ্য
বয়স অনুসারে দেশি মুরগিকে সাধারণত ৩ ধরণের খাবার দেয়া যেতে পারে।
খাবারের নাম | বয়স (সপ্তাহ) |
স্টার্টার | ০-৬ সপ্তাহ |
গ্রোয়ার | ৭-১৫ সপ্তাহ |
লেয়ার | ১৫-৯০ সপ্তাহ |
দেশি মুরগির খাদ্য তালিকা
দেশি মুরগির জন্য ১০০ কেজি খাবার তৈরির একটি তালিকা দেয়া হলো।
উপাদান | স্টার্টার | গ্রোয়ার | লেয়ার |
ভূট্টা | ৪৯ কেজি | ৫৩কেজি | ৫৩ কেজি |
গম | ৮ কেজি | ৭ কেজি | ৬ কেজি |
সয়াবিন মিল | ২৩ কেজি | ২২ কেজি | ২১ কেজি |
রাইচ পালিশ | ১০ কেজি | ১০ কেজি | ৭ কেজি |
প্রোটিন ৬০% | ৮ কেজি | ৫ কেজি | ৩ কেজি |
লাইমস্টোন / ঝিনুক চূর্ণ | ২ কেজি | ৩ কেজি | ১০ কেজি |
মোটঃ | ১০০ কেজি | ১০০ কেজি | ১০০ কেজি |
এছাড়াও উন্নতমানের খাবার তৈরী করতে নিচের উপাদানগুলি খাদ্যে মিশাতে হবে।
লবণ | ৩০০ গ্রাম | ২৮০ গ্রাম | ২৮০ গ্রাম |
ডিসিপি | ৩০০ গ্রাম | ৩০০ গ্রাম | ৫০০ গ্রাম |
সালমোনেলা কিলার | ৩০০ গ্রাম | ২৫০ গ্রাম | ৩২০ গ্রাম |
প্রিমিক্স | ২০০ গ্রাম | ২৫০ গ্রাম | ৩০০ গ্রাম |
ডিএল- মিথিওনিন | ১৫০ গ্রাম | ১৩৫ গ্রাম | ১২৫ গ্রাম |
এল-লাইসিন | ১০০ গ্রাম | ৯০ গ্রাম | ৬০ গ্রাম |
কোলিন ক্লোরাইড | ৬০ গ্রাম | ৫০ গ্রাম | ৫০ গ্রাম |
টক্সিন বাইন্ডার | ১২৫ গ্রাম | ১৩৫ গ্রাম | ১৫০ গ্রাম |
বিশেষ নোটঃ টক্সিন বাইন্ডার, সালমোনেলা কিলার, ভিটামিন-মিনারেলস প্রিমিক্স প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে।
প্রাকৃতিক ও ঘরোয়াভাবে দেশি মুরগির খাদ্য তৈরি
প্রাকৃতিক খাদ্য ও ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগি পালন সহজ ও খরচ কম। বাসার উচ্ছিষ্ট খাবার দিয়েও দেশি মুরগি পালন করা যেতে পারে। দেশি মুরগি যেকোনো খাবার, যেমন – ভাত, চাল, গম, শাক-সবজি ইত্যাদি খাবার খায়।
কাচা সবুজ শাক-সবজি সমূহ
দেশি মুরগিকে কাচা ঘাস বা বিভিন্ন ধরনের সবুজ শাক যেমন, পুইশাক, কলমি শাক, হেলেঞ্চা ইত্যাদি দেয়া যেতে পারে। এছাড়াও যেকোনো সবজি কাটার পর অবশিষ্ট অংশ টুকরো টুকরো করে কেটে দেয়া যেতে পারে।এতে দেশি মুরগির খাদ্য তৈরি খরচ কমে আসবে।
এছাড়াও সবুজ শাক-সবজিতে প্রচুর পরিমানে ভিটামিন, ক্যালসিয়ামসহ বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। যা দেশি মুরগির দেহের ভিটামিন ও ক্যালসিয়ামসহ বিভিন্ন ঘাটতি পূরণে সহসয়তা করে।
বিশেষ নোটঃ খামারের মুরগির স্বাস্থ, উৎপাদন, খাদ্য উপাদানের গুণগত মান ও আবহাওয়ার তারতম্যের কারণে এ খাদ্য তালিকাটিতে পরিবর্তন করা যেতে পারে।
আরো পড়ুনঃ যেভাবে তৈরি করবেন সোনালি মুরগির খাবার
দেশি মুরগির খাবারের খরচ কম হলো কি ভাবে?এখানে খরচের হিসাব করে দেখেন কতো টাকা কেজি পড়ে।
একটা দেশি মুরগি একটা দেশি মুরগি বাচ্চা পাড়া পর্যন্ত কত টাকা খরচ হয়