দেশি মুরগির খাদ্য তালিকা – অল্প খরচে যেভাবে তৈরি করবেন দেশি মুরগির খাবার।

দেশি মুরগির খাদ্য তালিকা অন্য মুরগির থেকে তুলনামূলক কম খরচে করা যায়। সাধারনত দেশি মুরগিকে ছেড়ে লালন পালন করা হয়। ফলে মুরগি বিভিন্ন খাদ্য উচ্ছিষ্ট খেয়ে থাকে। তবে বানিজ্যিকভাবে বা খামারে দেশি মুরগি পালন করলে যথাযথ মান সম্পন্ন খাবার দিতে হবে।

এখানে আমরা উন্নতমানের দেশি মুরগির খাবার তালিকা এবং প্রাকৃতিক উপায়ে অল্প খরচে দেশি মুরগির খাদ্য তৈরি পদ্ধতি সম্পর্কে জানবো।

দেশি মুরগির খাবার তৈরি: দেশি মুরগির খাবার তৈরি করতে প্রয়োজন গম বা ভুট্টা ভাঙ্গা, সয়াবিন মিল, রাইছ পালিশ বা ধানের কুড়া ইত্যাদি।

দেশি মুরগি সম্পর্কে আরো জানতে পড়ুনঃ দেশি মুরগি সম্পর্কে দরকারী তথ্য

বয়স অনুসারে দেশি মুরগিকে সাধারণত ৩ ধরণের খাবার দেয়া যেতে পারে।

খাবারের নামবয়স (সপ্তাহ)
স্টার্টার ০-৬ সপ্তাহ
গ্রোয়ার৭-১৫ সপ্তাহ
লেয়ার ১৫-৯০ সপ্তাহ

দেশি মুরগির খাদ্য তালিকা

দেশি মুরগির জন্য ১০০ কেজি খাবার তৈরির একটি তালিকা দেয়া হলো।

উপাদানস্টার্টারগ্রোয়ারলেয়ার
ভূট্টা৪৯ কেজি৫৩কেজি৫৩ কেজি
গম ৮ কেজি৭ কেজি৬ কেজি
সয়াবিন মিল২৩ কেজি২২ কেজি২১ কেজি
রাইচ পালিশ১০ কেজি১০ কেজি৭ কেজি
প্রোটিন ৬০%৮ কেজি৫ কেজি৩ কেজি
লাইমস্টোন / ঝিনুক চূর্ণ২ কেজি৩ কেজি১০ কেজি
মোটঃ১০০ কেজি১০০ কেজি১০০ কেজি

এছাড়াও উন্নতমানের খাবার তৈরী করতে নিচের উপাদানগুলি খাদ্যে মিশাতে হবে।

লবণ৩০০ গ্রাম২৮০ গ্রাম২৮০ গ্রাম
ডিসিপি৩০০ গ্রাম৩০০ গ্রাম৫০০ গ্রাম
সালমোনেলা কিলার৩০০ গ্রাম২৫০ গ্রাম৩২০ গ্রাম
প্রিমিক্স২০০ গ্রাম২৫০ গ্রাম৩০০ গ্রাম
ডিএল- মিথিওনিন১৫০ গ্রাম১৩৫ গ্রাম১২৫ গ্রাম
এল-লাইসিন১০০ গ্রাম৯০ গ্রাম৬০ গ্রাম
কোলিন ক্লোরাইড৬০ গ্রাম৫০ গ্রাম৫০ গ্রাম
টক্সিন বাইন্ডার১২৫ গ্রাম১৩৫ গ্রাম১৫০ গ্রাম

বিশেষ নোটঃ  টক্সিন বাইন্ডার, সালমোনেলা কিলার, ভিটামিন-মিনারেলস প্রিমিক্স প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে।

প্রাকৃতিক ও ঘরোয়াভাবে দেশি মুরগির খাদ্য তৈরি

প্রাকৃতিক খাদ্য ও ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগি পালন সহজ ও খরচ কম। বাসার উচ্ছিষ্ট খাবার দিয়েও দেশি মুরগি পালন করা যেতে পারে। দেশি মুরগি যেকোনো খাবার, যেমন – ভাত, চাল, গম, শাক-সবজি ইত্যাদি খাবার খায়।

কাচা সবুজ শাক-সবজি সমূহ

দেশি মুরগিকে কাচা ঘাস বা বিভিন্ন ধরনের সবুজ শাক যেমন, পুইশাক, কলমি শাক, হেলেঞ্চা ইত্যাদি দেয়া যেতে পারে। এছাড়াও যেকোনো সবজি কাটার পর অবশিষ্ট অংশ টুকরো টুকরো করে কেটে দেয়া যেতে পারে।এতে দেশি মুরগির খাদ্য তৈরি খরচ কমে আসবে।

এছাড়াও সবুজ শাক-সবজিতে প্রচুর পরিমানে ভিটামিন, ক্যালসিয়ামসহ বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। যা দেশি মুরগির দেহের ভিটামিন ও ক্যালসিয়ামসহ বিভিন্ন ঘাটতি পূরণে সহসয়তা করে।

বিশেষ নোটঃ খামারের মুরগির স্বাস্থ, উৎপাদন, খাদ্য উপাদানের গুণগত মান ও আবহাওয়ার তারতম্যের কারণে এ খাদ্য তালিকাটিতে পরিবর্তন করা যেতে পারে।

আরো পড়ুনঃ যেভাবে তৈরি করবেন সোনালি মুরগির খাবার

2 thoughts on “দেশি মুরগির খাদ্য তালিকা – অল্প খরচে যেভাবে তৈরি করবেন দেশি মুরগির খাবার।”

  1. দেশি মুরগির খাবারের খরচ কম হলো কি ভাবে?এখানে খরচের হিসাব করে দেখেন কতো টাকা কেজি পড়ে।

    Reply
    • একটা দেশি মুরগি একটা দেশি মুরগি বাচ্চা পাড়া পর্যন্ত কত টাকা খরচ হয়

      Reply

Leave a Comment