টার্কি মুরগির ভ্যাকসিন সিডিউল

বানিজ্যিক ভাবে প্রোল্ট্রি মুরগি পালন, বিশেষত টার্কি ও হাঁস-মুরগি পালনে ভাকসিন বা টিকা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে, সঠিকসময়ে টিকা প্রদান লাভজনক খামার ব্যাবস্থাপনা ও প্রোল্ট্রি মুরগির সর্বোত্তম উপায়ে সুরক্ষা নিশ্চিত করতে পারে। টার্কি মুরগির ভ্যাকসিন সিডিউল এর জন্য একটি বিষয় জ্ঞাত থাকা প্রয়োজন, বাংলাদেশে এখনো কোন একক টার্কি মুরগির টিকার সিডিউল প্রতিষ্ঠিত হয়নি। তাই টার্কি মুরগির ভ্যাকসিন সিডিউল এলাকাভেদে ভিন্ন হতে পারে।

টার্কি মুরগি

নিচে একটি আদর্শ সংক্ষিপ্ত টার্কি মুরগির ভ্যাকসিন সিডিউল দেয়া হলো।

বয়স (দিন)রোগের নামভ্যাকসিনের নামভ্যাকসিনের প্রকৃতিপ্রয়োগ পদ্ধতি
১-৩ রানীক্ষেত এনডিলাইভএক চোখে এক ফোঁটা
৩৫-৪০ফাউল পক্সফাউল পক্স লাইভডানায়সূচ ফুটানোর মাধ্যমে
৬০-৭০রানীক্ষেতএনডিলাইভএক চোখে এক ফোঁটা
৭৫-৮০ ফাউল কলেরাফাউল কলেরাকিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
১১০-১১৫রানীক্ষেত এনডি কিল্ডকিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন

ব্রিডার ফার্ম এর ক্ষেত্রে নিম্নলিখিত ভ্যাকসিন চার্টটি অনুসরন করা যেতে পারে।

বয়স (দিন)ভ্যাকসিনের নামভ্যাকসিনের প্রকৃতিপ্রয়োগ পদ্ধতি
ম্যারেক্স লাইভঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
১-৩ এনডি ল্যাসোটালাইভএক চোখে এক ফোঁটা
২২-২৪এনডি ল্যাসোটালাইভএক চোখে এক ফোঁটা
৩০-৩৫পিজন পক্স লাইভডানায়সূচ ফুটানোর মাধ্যমে
৬০ এনডিলাইভএক চোখে এক ফোঁটা
৭০-৭৫ ফাউল কলেরাকিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
৮০-৫ফাউল পক্সলাইভডানায়সূচ ফুটানোর মাধ্যমে
৯০-৯৫ইনফেকসাশ করাইজা কিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
১১০-১১৫ফাউল কলেরাকিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
১২০-১২৫এনডিকিল্ডঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন

বিশেষ নোটঃ

  • ভ্যাকসিনের আগে পরে এন্টিবায়োটিক ব্যাবহার না করাই উত্তম। তবে ভ্যাকসিনের পরে ভিটামিন সি দেয়া ভালো।
  • ৩৫-৪০ দিনে কৃমির ঔষধ প্রয়োগ করতে হবে এবং প্রতি ২ মাস অন্তর তা পুনরায় দিতে হবে।
  • টার্কির করাইজা ভ্যাকসিন ও মুরগির করাইজা ভ্যাকসিন এক নয়।
  • ৬ মাস অন্তর রানীক্ষেত কিল্ড ভ্যাকসিন করা যেতে পারে।
  • অবশ্যই স্থান ভেদে ভ্যাকসিন সিডিউল পরিবর্তন করা যেতে পারে।

আরো পড়তে পারেনঃ

দেশি মুরগির ভ্যাকসিন সিডিউল

সোনালি মুরগির ভ্যাকসিন সিডিউল

হাঁসের ভ্যাকসিন সিডিউল

ব্রয়লার মুরগির ভ্যাকসিন সিডিউল

Leave a Comment