কোয়েল পাখির খাবার তৈরি

কোয়েল পাখিকে সাধারণত ৩ ধরনের খাবার প্রদান করা হয়। স্টার্টার, গ্রোয়ার ও লেয়ার। আকারে ছোট হলেও এদের প্রোটিন চাহিদা তুলনামূলক বেশি। কোয়েল পাখির খাবার তৈরি করতে হলে এর প্রোটিন ও এনার্জি মান বিবেচনায় রাখতে হবে।

একটি গবেষনায় দেখা গেছে, ডিম পারা কোয়েলের প্রায় ২২% প্রোটিন সরবরাহ করা প্রয়োজন। যেখানে মুরগির জন্য ১৮% দিলেই হয়। কোয়েল সাইজে ছোট হলেও এর ডিমের আকার তুলানামূলক বড়। তাই ক্যালসিয়াম ও জিঙ্কের ও মিনারেল চাহিদাও বেশি।

ছবিঃ উইকিপিডিয়া

কোয়েল পাখির খাদ্য তালিকা

নিচে কোয়েল পাখির খাবার তৈরির একটি আদর্শ তালিকা দেয়া হলো।

খাদ্য উপাদানস্টার্টারগ্রোয়ারলেয়ার
ভূট্টা৫২ কেজি৫৬ কেজি৫৬ কেজি
সয়াবিন মিল২৫ কেজি২২ কেজি১৮ কেজি
রাইচ পালিশ১০ কেজি১১.২ কেজি১০ কেজি
প্রোটিন ৬০%৮ কেজি৬ কেজি৫ কেজি
লাইমস্টোন / ঝিনুক চূর্ণ২ কেজি১.৮ কেজি১০ কেজি
লবণ৩০০ গ্রাম২৮০ গ্রাম২৮০ গ্রাম
ডিসিপি৩০০ গ্রাম৩০০ গ্রাম৩০০ গ্রাম
*সালমোনেলা কিলার২০০ গ্রাম২৫০ গ্রাম২৫০ গ্রাম
*প্রিমিক্স৩০০ গ্রাম৩০০ গ্রাম৩০০ গ্রাম
ডিএল- মিথিওনিন১২০ গ্রাম১১৫ গ্রাম১৩০ গ্রাম
এল-লাইসিন৯০ গ্রাম৫০ গ্রাম৫০ গ্রাম
সোডা১০০ গ্রাম১২৫ গ্রাম১৫০ গ্রাম
কোলিন ক্লোরাইড৭০ গ্রাম৭০ গ্রাম৬০ গ্রাম
*টক্সিন বাইন্ডার১২৫ গ্রাম১৩৫ গ্রাম১৫০ গ্রাম
*সয়াবিন তেল৫০০ গ্রাম২০০ গ্রাম
মোটঃ১০০ কেজি১০০ কেজি১০০ কেজি

উল্লেখ্য আমাদের দেশে বহুল প্রচলিত জাপানীজ কোয়েল পাখির জন্য উক্ত খাদ্য তালিকাটি প্রযোজ্য। বব হোয়াইট কোয়েল বা অন্যান্য ব্রয়লার কোয়েল পাখির জন্য এটি প্রযোজ্য নয়।

বয়স অনুসারে কোয়েল পাখির খাবার

খাবারের নামবয়স (দিন)
স্টার্টার০-২২ দিন
গ্রোয়ার২৩- ৫৬ দিন
লেয়ার৫৭ – বিক্রি পর্যন্ত

আরো পড়ুন..

সোনালি মুরগির খাবার তৈরি

জাপানীজ কোয়েল (Japanese Quail) সম্পর্কে জানুন

লেয়ার মুরগির খাদ্য তালিকা

ব্রয়লার মুরগির খাদ্য তালিকা

4 thoughts on “কোয়েল পাখির খাবার তৈরি”

  1. 0-22 দিন পর্যন্ত কী পরিমান খাবার, এবং 23-56 দিন পর্যন্ত কী পরিমান খাবার এবং 57 হতে বিক্রয় পর্যন্ত কী পরিমান খাবার দিতে হয় তার তথ্য পেলে ভালো হয়।

    Reply
    • আমার মোট ১০টি কোয়েল পাখি আছে এগুলোর বয়স 45দিন হয়েছে এখন এগুলোর ওজন ১১০-১২০গ্রাম এখন ডিম দিচ্ছে না ,সুস্থ আছে তার পরও খাবার কম খাচ্ছে একেবারে কম ,আমি সোনালি ছোট ফিড খাওয়াই ,খাবার কম খাচ্ছে একেবারে কম কি খরব ,01855982351,01811303603,এই নাম্বারে মেসেজ দিয়ে একটু বলবেন প্লিজ
      প্লিজ প্লিজ প্লিজ উপকার হবে

      Reply
      • মেডিসিন ব্যবহার করেন। জৈব নিরাপত্তা বাড়ান। তাহলে ঠিক হয়ে যাবে।

        Reply

Leave a Comment