কোন হাঁস কত দিনে ডিম দেয় – জানুন বিস্তারিত

হাঁস পালনে একটা সাধারন প্রশ্ন হলো, হাঁস কত দিনে ডিম দেয়? আসলে হাঁস কতদিন বয়সে ডিম পাড়বে তা, কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে থাকে। যেমন হাঁসের জাত, খাদ্যমান, সময়কাল, ওজন ইত্যাদি।

নিচে আপনাদের মনে আসা কোন হাঁস কত দিনে ডিম দেয় বিস্তারিত উল্লেখ করা হলো।

খাকি ক্যাম্পবেল হাঁস কত দিনে ডিম দেয়

বাণিজ্যিকভাবে হাঁসের ডিম উৎপাদনের জন্য খাকি ক্যাম্পবেল হাঁস সবচেয়ে জনপ্রিয়। সাধারণত খাকি ক্যাম্পবেল হাঁস সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেয়। একটানা দুই বছর ভালো ডিম পাড়ে।

খাকি ক্যাম্পবেল হাঁস বছরে প্রায় ২৫০ থেকে ২৮০ টি ডিম পাড়তে পারে।

দেশি হাঁস কত দিনে ডিম দেয়

দেশি হাঁস একটু দেরিতে ডিম পাড়ে। সাধারণত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সে ডিমে আসে।

দেশি হাঁস বছরে প্রায় ১৫০ থেকে ২০০ টি ডিম দিয়ে থাকে।

বেইজিং হাঁস কত দিনে ডিম দেয়

বেইজিং বা পিকিং হাঁস চার থেকে পাঁচ মাস বয়সে ডিম পাড়ে। বেইজিং হাঁস বছরে প্রায় ২২০ থেকে ২৬০ টি ডিম পাড়তে পারে।

চিনা হাঁস কত দিনে ডিম দেয়

চিনা হাঁস ছয় থেকে সাত মাস বয়স হলে ডিম পাড়ে। এরা অনেক বছর ধরে ডিম দিয়ে থাকে।

চিনা হাঁস বছরে প্রায় ৬০ থেকে ১২০ টি ডিম পাড়ে। গরমকাল এদের ব্রিডিং সিজন।

রাজ হাঁস কত দিনে ডিম দেয়

রাজহাঁস সাধারণত আট মাস বয়সের পরে ডিম দেয়। রাজহাঁস শীতকালে ডিম পাড়ে। গরমে ডিম উৎপাদনে আসে না। বছরে এক থেকে দুইবার ডিম পাড়ে। একসাথে ৬ থেকে ১২ টি ডিম দিয়ে হ্যাচে বসে।

ইন্ডিয়ান রানার হাঁস কত দিনে ডিম দেয়

রানার বা ইন্ডিয়ান রানার হাঁস সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেয়।

ইন্ডিয়ান রানার হাঁস বছরে প্রায় ২৫০ থেকে ২৭০ টি ডিম পাড়ে।

কোন হাঁস বেশি ডিম দেয়

খাকি ক্যাম্পবেল ও ইন্ডিয়ান রানার হাঁস বেশি ডিম দেয়। তবে জিনডিং হাঁসও ভালো ডিম পারে। ভালো মানের খাদ্য দিলে এই জাত গুলি বছরে প্রায় ৩০০ এর উপর ডিম পাড়তে পারে। অবশ্যই ভালো ব্যাবস্থাপনা করতে হবে।

Leave a Comment